পাইলস চিকিৎসা অপারেশন ভয় পাওয়ার কোন কারন নেই....!
পাইলসের চিকিৎসা নিয়ে বিভ্রান্তির শেষ নেই।এছাড়া অনেক রোগীই এ রোগকে অবহেলা করেন। অথচ প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে পাইলসের বিভিন্ন জটিলতা থেকে রক্ষা পাওয়া যায়। বর্তমান প্রেক্ষাপটে পাইলস চিকিৎসার অাধুনিক অপারেশন সূমহকে ভয় পাওয়ার কোন কারন নেই। সাধারনত অ্যাডভান্সড স্টেজ অর্থাৎ থার্ড ডিগ্রি ও ফোর্থ ডিগ্রিপাইলসে অপারেশনপ্রয়োজন হয়। পাইলসে জটিলতা দেখা দিলে ও অন্যান্য রোগ যেমন এনাল ফিসারের সঙ্গে পাইলস থাকলেও অপারেশন প্রয়োজন হয়। এসব পাইলসের অধিকাংশ ক্ষেত্রে বর্তমানে এর অাধুনিক যে অপারেশন অর্থাৎ 'লংগো' অপারেশন ' তা করা সম্ভব। এ অপারেশনে বাইরে কাটা-ছেঁড়া না থাকায় অপারেশন পরবর্তী ব্যাথা একেবারে হয়না বললেই চলে। অপারেশনের সময় রক্তপাত হয়না। পাইলস রোগিদের অপারেশনের ক্ষেত্রে অার একটি ভয় টয়লেট নিয়ে। পায়ুপথে অপারেশন হয়েছে, টয়লেট কীভাবে হবে এ ভয় অনেকেই অস্থির থাকেন। লংগো অপারেশনের পরপরই রোগী স্বাভাবিকভাবে টয়লেট করতে পারেন। অনেক বড় পাইলস হয়ে গেলে কিংবা পাইলসের সঙ্গে এনাল ফিসার থাকলে এ রোগিদের টয়লেট করতে খুব কষ্ট হয়। এ অপারেশনের মাধ্যমে এসব সমস্যা দূর হওয়ায় রোগী অপারেশনের পরই