পোস্টগুলি

আগস্ট ৮, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিলুপ্তির পথে বনরুই....

ছবি
বনরুইঃ--- বর্তমানে  প্রায় বিলুপ্তির পথে বনরুই। অামাদের সচেতনতা এদেরকে বাঁচিয়ে রাখতে পারে। সমাজের পরিবেশ বান্ধব মানুষের এগিয়ে অাসতে হবে বিলুপ্তির পথে বনরুই বাঁচাতে এটা অামাদের বনজঙ্গলে প্রায়ই বিলুপ্তির পথে... ‘পৃথিবীতে আট প্রজাতির বনরুই রয়েছে। বাংলাদেশে একসময় তিন প্রজাতির বনরুই দেখা গেলেও বর্তমানে দু’টি প্রজাতি রয়েছে বলে ধারণা করা হয়। এরা হলো ভারতীয় বনরুই ও চায়না বনরুই। ইংরেজি ও বৈজ্ঞানিক নাম যথাক্রমে Indian Pangolin (Manis crassicaudata) ও Chinese Pangolin (Manis pentadactyla)। দেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতিটি ছিল সর্ববৃহৎ- এশীয় বৃহৎ বনরুই; Asian Giant Pangolin (Manis paleojavanica)। প্রাণিকুলের মধ্যে এরাই একমাত্র স্তন্যপায়ী প্রাণী যাদের শরীর আঁশযুক্ত। দেহাবরণ আঁশযুক্ত শক্ত খোলস দিয়ে আবৃত, যা অনেকটা রুই মাছের আঁশের মতো। গায়ের রং লালচে গোলাপি। তবে আঁশের রং মেটে-হলদে।’ ড. সাইফুল ইসলাম বলেন, ‘বনরুই নিশাচর প্রাণী। রাতে বন-জঙ্গলে বিচরণ করে বেড়ায়। এরা তীক্ষ্ম নখের সাহায্যে এক থেকে দেড় মিটার পর্যন্ত মাটি খুঁড়ে ভূগর্ভস্থ পোকামাকড়, উইপোকা ও