ইসলাম ধর্মের সাথে ইহুদি ধর্মের কিছু মিল আছে ।
ইসলাম ও ইহুদি ধর্মে বেশ কিছু মিল আছে। আমি কয়েকটি এখানে উল্লেখ করে দিচ্ছি। []একত্ববাদ: মুসলিম ও ইহুদী উভয়কেই এক স্রষ্টায় বিশ্বাস করতে হয়। []নামাজ: ইহুদিরা দৈনিক তিনবার এবং মুসলিমরা দিনে পাঁচবার প্রার্থনা করেন। []রোজা: বছরে নির্দিষ্ট কিছু দিন ইহুদিরা এবং এক মাস মুসলিমরা ধর্মীয় বিধি অনুযায়ী সংযম পালন করেন। []হজ্জ: মুসলিমরা মক্কায় এবং ইহুদিরা জেরুজালেমে তীর্থ পালনে যান। []যাকাত : উভয় ধর্মেই সম্পদের নির্দিষ্ট একটি অংশ দরিদ্রদের মধ্যে দান করার বিধান রয়েছে৷ অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ইসলামের মৌলিক পাঁচটি বিধানের সাথেই ইহুদি ধর্মরীতির মিল রয়েছে। []এবার আরো কিছু সাধারণ মিল উল্লেখ করছি। {}জেরুজালেম শহর উভয়ের কাছে পবিত্র বলে গণ্য। {}তীর্থে পবিত্র গৃহ ঘিরে সাতপাক দিতে হয়। {}উভয় ধর্মেই নবীদের আগমনে বিশ্বাস করেছে। {}ইহুদি ও মুসলিম পুরুষরা খতনা করেন। {}ইহুদি ও মুসলিম নারীদের মাথা ঢেকে রাখার নিয়ম রয়েছে। {}বিবাহ-বৈধ এমন নারী-পুরুষ একই কক্ষে একা অবস্থান নিষিদ্ধ। {}বিবাহে স্বামী কর্তৃক স্ত্রীকে মোহর দিতে হয়। {}বিবাহে দুইজন সাক্ষী আবশ্যক। {}শুকরের মাংস উভয় ধর্মেই নিষিদ্ধ। উ...