পোস্টগুলি

ফেব্রুয়ারী ২২, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পেঁয়াজ মুজায় রাখুন রাতভর ম্যাজিক দেখুন...!

ছবি
বিশেষজ্ঞদের মতে, পায়ের উপর পেঁয়াজ রেখে সারারাত ঘুমোনোতে প্রচুর সুবিধে হয়ে থাকে| আপনি অবশ্যই জানেন, পেঁয়াজ এবং রসুন বায়ু সংশোধক হিসেবে পরিচিত এবং যখন শরীরে প্রয়োগ করা হয় তখন তা কার্যকরভাবে শরীরের জীবাণু এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে| মোজার মধ্যে পেঁয়াজ, অঙ্গপ্রতঙ্গ সুস্থ রাখে| পেঁয়াজ একটি মাধ্যম হিসেবে কাজ করে যা শরীরের নানা অঙ্গ প্রতঙ্গের পথ সচল রাখতে সাহায্য করে| এছাড়া চিকিৎসাশাস্ত্রে জানা যায় যে, পেঁয়াজের মধ্যে উপস্থিত ফসফরিক অ্যাসিড রক্ত স্রোতে প্রবেশ করে এবং তা শুদ্ধ করে| একইভাবে, এটি টক্সিন ও কেমিক্যালস আপনার পায়ের দ্বারা শুষে নিতে সাহায্য করে| এখানে মোজার মধ্যে পেয়াঁজ রাখার কিছু কারণ এবং পেঁয়াজের উপকারিতার কথা লেখা হল, আসুন দেখে নিন| রক্তের সংশোধক ফসফরিক অ্যাসিড পেঁয়াজ থেকে শোষিত হয় এবং চামড়ার মধ্যে প্রবাহিত হয়| এটি স্বাস্থ্যকর কারণ এটি ঘুমের মধ্যেও রক্ত শুদ্ধ করতে সাহায্য করে| ব্যাকটেরিয়া হত্যাকারী পেঁয়াজে শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট আছে যা শরীরের মধ্যে সেই ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সহায়তা করে| তাই, আপনার রাতে ঘুমাতে যাওয়...