মিয়া খলিফার জীবন নিয়ে যা বলেন.....!
অাজও মিয়া খলিফা পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নাম।মানুষ অাজও তাকে নিয়ে ইন্টারনেটে প্রতিদিন সার্চ করে।কিন্তু পর্ন ছাড়ার পর কাজ পেতে ভীষণই সমস্য হয়েছিল, কারণ তাঁর বায়োডাটায় তখন বেশকিছুটা গ্যাপ পড়ে গিয়েছিল। তবে পর্ন ছাড়ার পরও বেশ কয়েকবার পুরনো কিছু ভিডিয়োর লিঙ্ক শেয়ার করে বেশকিছু টাকা রোজগার করেছিলেন বলে জানান মিয়া। তিনি জানান সম্প্রতি একটি টুইট বার্তায় তিনি বলেন, ‘মানুষ মনে করে আমি পর্ণগ্রাফি থেকে অনেক টাকা আয় করেছি। কিন্তু এটা সম্পূর্ণই মিথ্যা। আমি এ পর্যন্ত পর্ণগ্রাফি ইন্ডাস্ট্রি থেকে মাত্র ১২ হাজার ডলার আয় করেছি এবং এর পরে আর একটি পয়সাও পায়নি।’ পর্ণগ্রাফি ইন্ডাস্ট্রি নিয়ে মিয়া খলিফা হতাশ ছিলেন। আর এ জন্য তিনি এ ইন্ডাস্ট্রি ছেড়েও দেন। পর্ণগ্রাফি ছাড়ার পর তিনি এখন অনেক ধরণের কাজই করে যাচ্ছেন। মিয়া খলিফা আরও বলেন, ‘পর্ণগ্রাফি ছাড়ার পর স্বাভাবিক কোন জব খুঁজে পাওয়াটাও কঠিন ছিল।’ ২০১৪র অক্টোবরে প্রথম পর্ন ছবিতে তিনি কাজ করেন। তারপর মাত্র দুই বছর তিনি এই দুনিয়ায় কাজ করেছেন। পরে পর্ন ছবিতে কাজ করা বন্ধ করে দেন তিনি। এখানেই শেষ নয় পর্ন ছবিত...