মিয়া খলিফা পর্নোগ্রাফি বা নীল দুনিয়ার গোপন তথ্য....!

অাজকের Hot বিষয় অালোচনা মিয়া খলিফা পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় মিয়া খলিফাকে নিয়ে অজানা কিছু তথ্য।







 জেনে নিন কিছু অজানা তথ্য যা জানলে আপনার ভুল ধারণা আর থাকবে না।

এখানে জেনে নিন এই মুহূর্তের তুমুল জনপ্রিয় মিয়া খলিফা সম্পর্কে কয়েকটি তথ্য:-
১।মিয়া খালিফা ইসলাম ধর্ম ত্যাগ করে পরে খ্রিস্টান ধর্মে দিক্ষিত হন। মিয়া খলিফার  পরিবার তাঁর সাথে কোন প্রকার যোগাযোগ রাখেন না। কারন, তিনি পর্ণ ছবিতে অভিনয় করেন।


২। মিয়া ক্যালিস্টা নামে পরিচিত ছিল তার। অবশ্য পর্ন সিনেমায় নামটি বড়ই বেমানান। ১৯৯৩ সালে জন্মগ্রহণ লেবানন বংশোদ্ভুত ২৬ বছর বয়সী এই তরুণী মাত্র ৭ বছর বয়সে আমেরিকা পাড়ি জমান।

৩। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার সমর্থনে ‘মিয়া খলিফা’ শিরোনামে একটি গান বের করে ইলেক্ট্রো-প ডুয়ো টাইমফ্লাইস। এখন তিনি স্বামী ও দুটো কুকুর নিয়ে মিয়ামিতে বাস করেন।

৪। ইতিহাসে গ্র্যাজুয়েশন করে একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টে কাজ করছিলেন মিয়া। পরে পর্ন ইন্ডাস্ট্রিতে একটি চাকরির আবেদন করেন। মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। পরে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন। এই পথে ক্যারিয়ার শুরুর পর থেকে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার।


৫। ওই ভিডিওর কল্যাণে অনলাইনে তাকে সার্চের হার ৫ গুণ বেড়ে যায়। এই সার্চের এক-পঞ্চমাংশ সম্পন্ন হয় লেবানন, সিরিয়া ও জর্ডান থেকে। লেবানিজ জাতীয় সংগীতের প্রথম লাইন নিয়ে একটি ট্যাটু আঁকানোর কারণেও সমালোচিত হন মিয়া।

৬। মিয়া জানান, ২০১৫ সালের প্রথম দিকে একটি বিতর্কিত ভিডিও প্রকাশ করেই সবার চেনা হয়ে যান তিনি। ওই ভিডিওর মাধ্যমেই পর্নহাবে সার্চ করা পর্ন তারকার শীর্ষে চলে আসেন তিনি। লেবানন ও অন্যান্য মুসলিম অধ্যুষিত দেশে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়। মধ্যপ্রাচ্য থেকে জঙ্গি গোষ্ঠী জীবননাশের হুমকিও দেয়া হয় তাকে।


৭।এরফলে ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে এখন অনুতপ্ত তিনি এখন তিনি স্পর্শ আউট অফ বাউন্ডস এর উপস্থাপিকা হিসেবে কাজ করছেন। খলিফা বর্তমানে মায়ামি ফ্লোরিডা বসবাস করছেন। সম্প্রতি তিনি সাংবাদিকতা জীবনের পেশা হিসাবে বেছে নিয়েছেন।

৮। একদিন তাকে পর্ন অভিনয়ের প্রস্তাব দেন এক মার্কিন পরিচালক।  ভেবেছিলেন এতে বাড়বে আত্ম-সম্মান বোধ, আত্ম-বিশ্বাস মিয়া খলিফা বলেন, ‘প্রথমদিন পর্ন অভিনয় করার পর একই সঙ্গে লজ্জা ও অপরাধবোধ কাজ করছিলো। একই সঙ্গে মনে হচ্ছিলো আমি ঠিক  করেছি। তখন আমি আসলে ২১ বছর বয়সী একটা গাধা ছিলাম...!



৯।বাংলাদেশের ঢাকায় সবচেয়ে জনপ্রিয় সার্চ হয় "মিয়া খলিফা " কিন্তু খুলনায় মানুষের সার্চ করে "ছানি লিয়ন " লিখে....!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Mia Khalifa adult film star.....

Jarda Recipe