মানুষ উরবে ...!
ব্রিটেন এর এক সাবেক নৌ সেনা রিচার্ড ব্রাউনিং। তার এই স্যুট পরে এক জায়গা থেকে অন্য জায়গাই উরে যাওয়া যায়। এটি প্রটি ঘণ্টাই ৩২ মাইল বেগে উরতে পারে। লন্ডন এর রাস্তাই স্যুটটি পরে উরে বেরাচ্ছেন ৩৯ বছরের ব্রাউনিং। ব্রাউনিং বলছেন, প্রতেক মানুষই ভাবে কথাও যদি উরে যাওয়া যেত এটা সেই স্বপ্নের মতো। তিনি আরও বলেন এটাকে একধরেনের আজব বাইক বলাযেতে পারে। ১২ হাজার ফুট পর্যন্ত উপরে যেতে পারে এই স্যুট। এটি বানানো হয়েছে ৫ টি ছোট ইঞ্জিন দিয়ে। প্রতেক হাতে আছে ২ টি করে ইঞ্জিন আর ১ টি আছে পিঠে। চলার গতি নিয়ন্ত্রান করবে হাতের ইঞ্জিন গুলো। আয়রন ম্যানের বিখ্যাত স্যুট এর নকল করেননি কিন্তু এর মাধে আনেক মিল আছে বলে স্বীকার করেন ব্রাউনিং। জেট স্যুট বানানোর চিন্তা নাতুন কিছু না তবে এর আগে এতটা বাস্তব স্যুট কেও বানাতে পারেনি। চাইলে আপনি কিনতেও পারেন দাম মাত্র ৪৫০ হাজার ডলার। সেলফ্ররিজেসের ডিপার্টমেন্ট স্টোর এ এটি পাওয়া যাছে। এর সাঙ্গে একটি নির্দেশনা দেওয়া আছে। এই মুহূর্তে এটা নিয়ে মাজা করা হলেও ব্রাউনিং আশা করছেন ভবিষ্যতে এটা অনেক কাজে লাগবে। আপাততও এই জেট স্যুট এর জ্বালানি দিয়ে মাত্র ৩-৪ মিনিট ...