জাতীয় ফুল কোনটি......?
সাদা, লাল, নীল শাপলা নাকি সবই......? সাদা শাপলা Nymphaeaceae পরিবারের এক ধরনের জলজ উদ্ভিদ। সাদা শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল। এই ফুল থাইল্যান্ড ও মিয়ানমারে পুকুর ও বাগান সাজাতে খুব জনপ্রিয়। সাদা শাপলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইয়েমেন, তাইওয়ান, ফিলিপাইন, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের পুকুর ও হ্রদে দেখা যায়। বিশ্বে এই উদ্ভিদের প্রায় ৩৫টি প্রজাতি পাওয়া গেছে। ইংরেজিতে শাপলাকে বলা হয়........................ ............................................................................................................. 'Water Lily', White Water Lily, White Lotus. অামাদের জাতীয় ফুল কিন্তু সাদা শাপলা ফুল। লাল বা নীল শাপলা কিন্তু জাতীয় ফুল না।