পোস্টগুলি

জুলাই ২১, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ক্যাকটাস কি?

ছবি
ক্যাকটাসের আদি নিবাস হলো আমেরিকা। এটি মরুভূমির গাছ। ক্যাকটাসের নামকরণ করেছিলেন উদ্ভিদবীদ ক্যারোলাস লিনিয়াস।  প্রথমে গ্রিক শব্দ ‘ক্যাকটোস’ পছন্দ করলেও পরে এর নাম ‘ক্যাকটাস’ রাখা হয়। এর অর্থ হলো ‘কাঁটায় ভরা’। ক্যাকটাসের কাঁটাগুলো এর আত্মরক্ষার হাতিয়ার। কাঁটার ভয়ে কোনো প্রানী এর ক্ষতি করতে পারেনা। ঘরের ভেতরেই ক্যাকটাস চাষ করা যায়। ঠিক মত যত্ন করতে পারলে এক একটি ক্যাকটাস গাছকে প্রায় ২৫০ বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব! ক্যাকটাস গাছ দীর্ঘজীবী হলেও এর ফুল মাত্র দুই একদিনের মধ্যেই ঝরে পড়ে। টবে লাগানোর উপযোগী ক্যাকটাস বিশ্বে প্রায় ২৫০০ এর বেশি প্রজাতির ক্যাকটাস আছে। আমাদের দেশে টবে লাগানোর উপযোগী কয়েকটি ক্যাকটাস হলো একাইনো ক্যাকটাস,এপিফাইলাম, নিপল ক্যাকটাস,সেরেয়াস, গোল্ডেন ব্যারেল, ওল্ড লেডি,মাদার-ইন-ল-চেয়ার,সেরিয়াস, ফণীমনসা ইতাদি। ক্যাকটাসের যত্ন বাগানে ক্যাকটাস গাছ না লাগানোই ভালো। বৃষ্টি হলে মাটির আর্দ্রতা বেড়ে যায়। তখন গাছের গোড়া পচে পচে যেতে পারে। বাগানে ক্যাকটাস রোপন করতে চাইলে মাটি দিয়ে একটু উঁচু করে নিন। এরপর সেখানে ক্যাকটাস গাছ লাগিয়ে উপর