কলার মোচা খেলে কি হয়...?
কলার মোচা অতি পরিচিত গ্রাম বাংলার জনপ্রিয় খাবার। অাজ অামরা এর স্বাস্থ্যকর গুনাগুন সম্পর্কে অালচনা করব।কলার মোচা খেলে রক্তে ফ্রি র্যাডিকালের সমস্যা দূর হয়। এছাড়া চেহারায় বয়সের ছাপ পড়া কমাতে সাহায্য করে মোচা। কলার মোচা মেয়ের ঋতুর সময় অতিরিক্ত রক্তপাতের সমস্যা দুরকরে থাকে। এক্ষেত্রে সামান্য পানিতে সিকি ভাগ মোচা লবণ দিয়ে সেদ্ধ করে খেলে সমস্যা কমে বলে অপ্রচলিত অাছে। কলার মোচা প্রচুর পুষ্টিগুণ ও ফাইবারযুক্ত মোচা হজম ক্ষমতা বাড়ায়। এটি ওজন কমাতে সহায়তা করে বলে স্বাস্থ্যকর । মোচার স্যালাড ও স্যুপ সুস্বাদু হয়ে থাকে। অাপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে চাইলে নিয়মিত মোচা খান। গর্ভবতী মায়েদের প্রতিদিন মোচা খাওয়া উচিত এতে অায়রন ও রক্তাল্পতা পুরন করে। এতে স্তনদুগ্ধের পরিমাণ বাড়ে বলে প্রচলিত অাছে। মোচার মধ্যে ফাইবার এবং আয়রন রয়েছে। মোচা রক্তাল্পতা কমায় ও রক্ত পরিষ্কার রাখে বলে প্রমানিত।কলার মোচায় ম্যাগনেশিয়াম থাকে। আর ম্যাগনেশিয়াম উত্কণ্ঠা, অবসাদ কাটাতে সাহায্য করে থাকে। মোচায় হার্ট সুস্থ রাখতে প্রয়োজনীয় ট্যানিন, ফ্লাভনয়েড, অ্যান্টিঅক্সিড্যান্ট প্রচু