জেনে নিন, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র! মূল্যমানঃ ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা। কোথায় পাওয়া যায়ঃ জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকসহ তফসিলী ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়। যারা ক্রয় করতে পারবেনঃ নিম্নে বর্ণিত যে কেউ এই সার্টিফিকেট ক্রয় করতে পারবেন, যথা- (১) একজন প্রাপ্তবয়স্ক; (২) একজন নাবালক; (৩) দুইজন প্রাপ্তবয়স্ক তাহাদের যৌথ নামে- (ক) গ্রাহকদের যৌথভাবে প্রদেয় অথবা যে কোনো একজনের লিখিত সম্মতিতে অন্যজনকে প্রদেয়; (খ) যে কোনো একজনকে প্রদেয়। (৪) একজন প্রাপ্তবয়স্ক- (ক) একজন অপ্রাপ্তবয়স্কের পক্ষে, অথবা (খ) যুগ্ম-নামে দুইজন অপ্রাপ্তবয়স্কের পক্ষে, (গ) তিনি স্বয়ং একজন অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যুগ্ম-নামে, (ঘ) যথাযথ আদালত কর্তৃক কোনো উন্মাদ ব্যক্তির অভিভাবক বা ম্যানেজার নিযুক্ত হইয়া। সঞ্চয়পত্র ক্রয় পদ্ধতিঃ নির্ধারিত ফরম (এস.সি-১) যথাযথভাবে পুরণপূর্বক ত্রেতা ও নমিনী (যদি থাকে) প্রত্যেকের ০২ (দুই) কপি ছবি, ক্রেতার জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদের। ফটোকপিসহ আবেদন করতে হবে। চেক অথবা নগদে সমপরিমাণ অর্থ পরিশোধ করতে...