সানি লিয়ন সমাচার






সানি লিওনের অাসল নাম করেনজিত কউর ভোহরা সানি লিওনের জন্ম ১৩ মে, ১৯৮১ সানি লিওন ভারতীয় বংশোদূত কানাডীয় এবং আমেরিকান অধিবাসী , সানি লিওন একজন মডেল এবং পুরানো  পর্ণোতারকা।

সানি লিওন সম্পর্কে কিছু কথাঃ
আমরা সানি লিওন নামটি সোনা মাত্রই আমাদের মধে  নীল জগতের ভাবনা গুলো মাথায় চলে আসে তাইনা। কিন্তু আমরা কখন কি ভেবে দেখেছি  এই নীল জগতে সে কিভাবে আসল... ?

আসুন জেনে নেওয়া যাক কিভাবে সে নিল জগতে আসলোঃ

এমন একটি জগত নীল জগত যেখানে স্বেচ্ছায় কেউ কখন  আস্তে চায় না । বেশীর ভাগ ক্ষেত্রে বহু তরুনি ভাগ্যের দোষে এখানে আসতে বাধ্য হয় । কিন্তু সানি লিওন জন্য  বিষয়টা ছিল একেবারেই ভিন্ন একটি বাপার । সে একদম নিজের ইছায় নীল জগতে অাগমন ।

আপনারা শুনে  অবাক হলেন তো.. ?
অধিকাংশ নীল  তারকা বাধ্য হয়েই এখানে পা রাখলেও সানি লিওন আকদম নিজের ইছায় এখানে এসেছেন । কিন্তু এয় নীল তারকা পরবর্তিতে নিল জগত থাকে বের হয়ে এসে বলিউডে  খুব খ্যাতি অর্জন করেছে ।

বলিউডে সানিলিওনঃ
২০১০ সালে তিনি ১০ জন পর্ণ তারকার মধ্যে একজন হিসাবে নির্বাচিত হন । পরবর্তীত সময়ে এই পর্ণ তারকা ২০১২ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন । প্রথমে ২০১২ সালে  পূজা ভাটের জিসম ২ (২০১২) যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রে কাজ করেন এবং পরবরতিতে এই পর্ণ তারকা কাজ শুরু করেন হিন্দি চলচ্চিত্রে।

তরুণী থাকাকালীন সানি লিওন খুবই খেলাধুলা-প্রেমী ছিলেন এবং ছেলেদের সাথে রাস্তায় হকিও খেলতেন।

১৬ বছর বয়সে সানিলিওন  বিদ্যালয়ের একটি বাস্কেটবল খেলোয়াড়ের সাথে তিনি তার প্রথম  কুমারীত্ব হারান এবং ১৮ বছর বয়সে তাঁর উভকামিতা আবিষ্কৃত হয়।






কানাডায় পর্নস্টার হিসাবে সানির উত্থান থেকে হিন্দি ফিল্মের দুনিয়ার পা রাখা পর্যন্ত সানির জীবনের বর্ণময় অভিজ্ঞতা তথ্যচিত্রে তুলে রাখছেন এক পরিচালক৷ দিলীপ মেহতা নামে এই পরিচালক পেশায় ছিলেন চিত্র সাংবাদিক৷ এখন তিনি পরিচালনাও করেন৷

সানির জীবনের খুঁটিনাটি ক্যামেরাবন্দি করে রাখা তারই ভাবনাপ্রসূত। নার্স হওয়ার জন্য যখন পড়াশোনা করছিলেন সানি, তখন এক ডান্সার বন্ধুর মারফত আলাপ হয় এক ম্যাগাজিনের ফটোগ্রাফারের সঙ্গে। সেখান থেকেই খোলে পর্ন ইন্ডাস্ট্রির দরজা। রাতারাতি বদলে যায় তাঁর জীবন৷ আবার সে ইন্ডাস্ট্রির শীর্ষে থাকতে থাকতেই চলে আসেন বিগ বসের আসরে৷ সেখান থেকে একটার পর একটা বলিউডি ছবিতে অভিনয় করে চলেছেন। সানি নিজেও জীবনের এই যাত্রাপথ তুলে রাখতে চান৷

কারণ বলিউডের একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও তার অতীত নিয়ে কৌতূহলের শেষ নেই৷ অনেকেই ভাবেন, তিনি বোধহয় পর্নস্টারই হতে চেয়েছিলেন৷ সেই ভুল ধারণা কাটাতেই এই তথ্যচিত্র সানির কাছে জরুরি মনে হয়েছে৷ পর্নস্টার হলেও তার জীবনেও যে ভাঙাগড়া আছে, সংগ্রাম আছে তাই-ই সকলকে এই তথ্যচিত্রের মাধ্যমে জানাতে চান সানি। সূত্র: কলকাতা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?