অাবেগ মানে কি.....?
অাবেগ মানে কি.... অাবেগ হৃদয় ঘটিত এক ধরনের অনুভব বা অনুভূতি। অাবেগ মুলত অাপনার চেতনার যে অংশ অনূভুতি বা সংবেদশীলতার সাথে সরাসরি সম্পর্কযুক্ত তাকে আবেগ বলে।মনে করেন একটা বৃদ্ধ ব্যক্তি রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় মারা গেল।আর তার জন্য মনের ভেতর দীর্ঘস্থায়ী যে অনূভুতি হবে তাই আবেগ।আর যখন কোনো কিছুর জন্য মনে দুঃখ, ভালোবাসা অনুভব করবেন তখন বুঝবেন আপনার আবেগের সৃষ্টি হয়েছে। অাবেগে অাপ্লুত শিশুর ছবি টি দেখুন..! #bloggemonju___post