বিয়ের ইঙ্গিত দিলেন অপু বিশ্বাস....
আবারো বিয়ে করার পরিকল্পনা আছে কিনা নায়িকার এ ব্যপারে জানতে চাইলে অপু বিশ্বাস সরাসরি না বললেও বিয়ের ইঙ্গিত দিয়েছেন। প্রতিটি ক্ষেত্রে পরিবারের সহযোগিতা পেয়েছেন, তাই তারা যা চাইবেন সে ইচ্ছাই পূরণ করবেন বলে জানান। বিয়ে নিয়ে পরিকল্পনা কী জানতে চাওয়া হলে অপু বলেন, এখনো বিষয়টি ঠিক হয়নি। তবে পরিবার আমাকে বরাবরই সাহায্য করেছে। যেহেতু আমি সবসময়ই আমার পরিবারকে পাশে পেয়েছি এমনকি আমার এই ধর্মান্তর হওয়ার বিষয়টিও তারা মেনে নিয়েছে তাই এখন এ ব্যপার ভেবে দেখবো। তবে অপু বিশ্বাস বলেন, সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমি শাকিবের কথা ভেবে মনে প্রাণেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। কিন্তু আমার বাবা-মার সঙ্গে থেকে তো আমি ওটা পালন করতে পারি না। অপু বলেন, তবে আগামী দিনে পরিকল্পনা আছে পারিবারিকভাবেই কিছু একটা করার। কারণ আমি গরুর মাংস খেয়ে বা হজ্ব করে মুসলিম হইনি। একজনকে ভালোবেসে মুসলিম ধর্মকে সম্মান দেখিয়েছি, আজও দেখাই। ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। ২০১৬ সালে ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সের ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে বিয়ে ও সন্তানের ব্যাপারে প্রথম মুখ খোলে...