পোস্টগুলি

সেপ্টেম্বর ২৪, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

উদ্যোক্তা হবার বেতিক্রম গল্প.....

ছবি
ঘটনাটি ১৯৮২ সালের ঘটনা অামার এলাকায় বড় ভাইয়ের কাছথেকে শোনা। তবে সত্যি ১০০% রিয়েল। যাইহোক ঘটনাটি যেরকম শুনেছি ঠিক সেরকম হুবু-হু তুলে ধরলাম.... একজন ফেরারি অাসামি পালিয়ে ঘুরছে তার হাতে মাত্র ৫০ টি টাকাই সম্বল ১৯৮২ সালের ৫০ টাকা বর্তমান বাজারের ৭০০/-থেকে ৮০০/-টাকার মতো ভেলু একেবারেই কমনয়। তখন হোটেলে ১০-১২ টাকায় পেটপুরে খেতে পাওয়া যেতো । যাইহোক তিনি চিন্তা করলেন ৫০ টাকাদিয়ে দুই একদিন চলার পরে কি করবেন তাকে কে সাহায্য করবে। এই চিন্তা থেকে তিনি সিধান্ত নিলেন কিছু একটা করতে হবে। লোকটি একটি বালতী কিনলেন তখন প্লাস্টিকের বালতী ছিলোনা। টিনের বালতী লোহার রডের বেকানো মোটা হাতোল, অাখেঁর গুর কিনলেন , সাথে কয়েকটি বেল কিনে নিলেন। এভাবেই তিনি ফেরারি জীবনে যশোর শহরে বেলের শরবত বিক্রি করতে লাগলো প্রতিদিন লোকে তার সরবত খেতে লাগলো ভালো লাভ হতে লাগলো। প্রতিদিন সকালে শরবত বিক্রি করে বেশ ভালো অায় হতে লাগলো, তখন বেলের শরবতের বেস কদর ছিলো। পরে অামরা ফালি করে কাসুন্দি দিয়ে বিক্রি করলেন অারো ভালো বিক্রি হলো, একটি গাড়ি বানালেন পুরাতন রিক্সার টায়ার লাগিয়ে তাতে বাড়াইর অাচার, চালতার অাচার, বাদাম বিক্রি এভাবে