পোস্টগুলি

জুন ১৭, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ব্যারিস্টার সুমন

ছবি
ব্যারিস্টার সুমন জীবনের সম্পর্কে অতিতের স্মৃতিচারণ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশের পর আমি যখন ব্যারিস্টারি পড়াশোনা করার জন্য স্কলারশিপে লন্ডনে যাই তখন খরচ চালানোর জন্য আমি একটি রেস্টুরেন্টে চাকরি নেই। এমন সময় ক্লাস শুরুর ১৭ দিনের মাথায় খবর আসে, আমার জীবনের সবচেয়ে প্রিয় যে মানুষ আমার বাবা আর বেঁচে নেই।আমি এতোটাই অসহায় ছিলাম যে আমার বাবার জানাজায় আসার জন্য আমার টিকিটের টাকাটা পর্যন্ত ছিলো না। সেই সময় মোবাইল ফোনে আমি ফোন দিয়ে বলি আপনি ফোন টা ধরে রাখেন আর আমাকে বলুন আমার বাবার লাশটা এখন কোথায় আছে? প্রত্ত্যুতরে তিনি বলে,’এখন কবরের পাশে আছে ,নিচে নামাচ্ছি মাটি দিচ্ছি’ এ ভাবেই আমি আমার বাবার দাফনে অংশ নেই। এই ব্যাপারটা আমাকে অনেক নাড়া দিয়েছে । তখন থেকেই আমি সংকল্প করেছি যে টাকার পিছনে ছুটবো না। সমাজের কল্যানে নিজেকে নিয়োজিত রাখবো ।