সাবলম্বি হবার গল্প
দুলাল মিয়া ছয় বছর অাগে ঢাকায় অাসেন অনেক কষ্টে পাঁচ হাজার টাকা বেতনের একটা চাকুরী পান। এক ছেলে এক মেয়ে অার তার স্ত্রী ফরিদা বেগম সহ চার জনের সংসারে কষ্টের জীবন ঝগড়া বিবাদ চলতে লাগলো, দুলাল মিয়া প্রায় ভেঙ্গে পরলেন পাঁচ হাজার টাকা দিয়ে কি করে চলবেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা অফিস করে একদিন ফিরছেন চায়ের দোকানে গিয়ে বসলেন, মনের কষ্টে চিন্তাজগত তাকে ঘিরে ধরল। একটি লোক ব্যাগে করে লাড্ডু বিক্রয় করছে দুলাল মিয়া দেখলেন লোকটাকে ফলো করলেন কিছুখন। পরের দিন তার সাথে পরিচয় করলেন এবং সংসারের জন্য বারতি কিছু ইনকামের একটা সহযোগীতা চাইলেন। বিকালে অফিশিয়াল কাজ শেষ হলে লাড্ডু কিনে বিক্রয় করেন প্রতি প্যাক এ লাভ ৪ টাকা ১০০প্যাক ১০০x৪=৪০০টাকা এবার দিন পাল্টে গেল দুলাল মিয়ার। মাত্র দুই ঘন্টায় ইনকাম অাসে ৩০০থেকে ৪০০টাকা। এর পরে চাকুরীর বেতনও বাড়লো এখন অাট হাজার টাকা বেতন পান সাথে বিকেলে লাড্ডু বিক্রিকরে মাসে ইনকাম হয় ১০,০০০ টাকা। দুইমাস অাগে একটি পুরাতন ওভেন ৪০০০ টাকায় কিনে তার মেয়ে মোবাইলে ফ্রুট কেক রেসিপি শিখছেন এখন ফ্রুটকেক বিক্রয় করেও তার ইনকাম হয় প্রতি পিচে একটাকা ২০০ পি ফ্রুট কেক বিক্রয় হয় ব