Sex বা যৌন শক্তি বৃদ্ধির উপায় কি...?
Sex বা যৌন শক্তি বৃদ্ধির উপায় নিয়ে মানুষের অাগ্রহটা সবথেকে বেশি দেখা যায়। সেই প্রাচিন কাল থেকে অাজ এপর্যন্ত অনেক বই লেখা এবং গবেষক গনের উপনিত ফলাফলের অনালোচিত বিষয় Sex বৃদ্ধির বা কাম শক্তিধর হবার উপায় অার এই বিষয় অাজ প্রতিবেদন টি লেখার বিষয় ঠিক করলাম: মধুঃ যৌন শক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখার শ্রেষ্ঠ উপাদান হল মধু (honey)। সকালে খালি পেটে জিহ্বা দ্বারা মধু (honey)চেটে খেলে কফ দূর হয়, পাকস্থলী পরিস্কার হয়, দেহের অতিরিক্ত দূষিত পদার্থ বের হয়, গ্রন্থ খুলে দেয়, পাকস্থলী স্বাভাবিক হয়ে যায়, মস্তিস্ক শক্তি লাভ করে, স্বাভাবিক তাপে শক্তি আসে, রতি শক্তি বৃদ্ধি হয়, মূত্রথলির পাথর দূর করে, প্রস্রাব স্বাভাবিক হয়, গ্যাস নির্গত হয় ও ক্ষুধা বাড়ায়। প্যারালাইসিসের জন্যও মধু (honey)উপকারী। মধু হাজারো রকম ফুল ও দানার নির্যাস। খেজুরঃ Sex বা যৌন শক্তির সঙ্গে খেজুরের বিশেষ সম্পর্ক রয়েছে। এ কারনেই বিবাহের অনুষ্ঠানে-খেজুর বিলি করার আদিম রীতি চলে আসছে। খোরমা খেজুর চুষলে পিপাসা দমন হয়। অধিকাংশ হালুয়া তৈরীতে এ কারণেই খেজুর ব্যাবহার করা হয়। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্...