পোস্টগুলি

অক্টোবর ৮, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সত্যি এক না বলা গল্প.....!

ছবি
দুই হাজার সালে ব্যাংকের পিয়ন পোস্টে চাকরি মাত্র ৭৫০০/-টাকা বেতনে কিন্তু দুই বছরের মাথায় চাকরি হারান। এর পরে এক লক্ষ দশ হাজার টাকা পুঁজি খাটিয়ে একটি মুদি-দোকান দিয়ে শুরু করেন ব্যবসা।এর মাত্র মাস ৫/৬ পরে এনজিও থেকে ৫০,০০০/-টাকা লোন নিয়ে জমি কেনেন, প্রতি শতাংশ মাত্র পাঁচ হাজার টাকা মূল্যে। ১০শতংস জমি ৫x১০=৫০, ০০০/- টাকায়। এর পরে জীবনে অার পিছনে ফিরে তাকাননি। জমির বিজনেস দিয়ে জীবন পাল্টে যাওয়ার গল্প। সেই জমির বর্তমান বাজার মূল্য চল্লিশ লক্ষ টাকা। জমির খোঁজে অনেকেই অাসে তার কাছে বর্তমানে বরিশালে শহরে তার ৪/৫টি জমি অাছে যার বাজার মূল্য ৮৫/৯৫ লক্ষ টাকা।ব্যাংকে ফিক্সড ডিপোজিট ৫০ লক্ষ টাকা। এ থেকে প্রতিমাসে ইন্টারেস্ট অাশে ৩৫,০০০/- টাকা এর সাথে দোকানের ব্যবসা থেকে ৩০,০০০/-টাকা এবং স্ত্রীর চাকরি থেকে অাসে প্রতিমাসে ১৬,০০০ টাকা।গতমাসে একটি জমি বিক্রি থেকে লাভ করেন একলক্ষ দশ হাজার টাকা। প্রতি দুই মাসে ব্যাংকে জমা করেন একলক্ষ টাকা। তার জমিজমা, দোকান, ব্যাংক ফিক্সডিপজিট, সব সমেত বাজার মূল্য এক কোটি ৬০ লক্ষ টাকার বেশি। তিনি বর্তমানে বরিশালে একজন পরিচিত মুদি দোকানি....! ( তার সাথে যে পিয়ন চাকরি ক...