সত্যি এক না বলা গল্প.....!



দুই হাজার সালে ব্যাংকের পিয়ন পোস্টে চাকরি মাত্র ৭৫০০/-টাকা বেতনে কিন্তু দুই বছরের মাথায় চাকরি হারান। এর পরে এক লক্ষ দশ হাজার টাকা পুঁজি খাটিয়ে একটি মুদি-দোকান দিয়ে শুরু করেন ব্যবসা।এর মাত্র মাস ৫/৬ পরে এনজিও থেকে ৫০,০০০/-টাকা লোন নিয়ে জমি কেনেন, প্রতি শতাংশ মাত্র পাঁচ হাজার টাকা মূল্যে। ১০শতংস জমি ৫x১০=৫০, ০০০/- টাকায়। এর পরে জীবনে অার পিছনে ফিরে তাকাননি। জমির বিজনেস দিয়ে জীবন পাল্টে যাওয়ার গল্প। সেই জমির বর্তমান বাজার মূল্য চল্লিশ লক্ষ টাকা। জমির খোঁজে অনেকেই অাসে তার কাছে বর্তমানে বরিশালে শহরে তার ৪/৫টি জমি অাছে যার বাজার মূল্য ৮৫/৯৫ লক্ষ টাকা।ব্যাংকে ফিক্সড ডিপোজিট ৫০ লক্ষ টাকা। এ থেকে প্রতিমাসে ইন্টারেস্ট অাশে ৩৫,০০০/- টাকা এর সাথে দোকানের ব্যবসা থেকে ৩০,০০০/-টাকা এবং স্ত্রীর চাকরি থেকে অাসে প্রতিমাসে ১৬,০০০ টাকা।গতমাসে একটি জমি বিক্রি থেকে লাভ করেন একলক্ষ দশ হাজার টাকা। প্রতি দুই মাসে ব্যাংকে জমা করেন একলক্ষ টাকা। তার জমিজমা, দোকান, ব্যাংক ফিক্সডিপজিট, সব সমেত বাজার মূল্য এক কোটি ৬০ লক্ষ টাকার বেশি। তিনি বর্তমানে বরিশালে একজন পরিচিত মুদি দোকানি....! ( তার সাথে যে পিয়ন চাকরি করতেন তার বর্তমান বেতন সর্বোসাকুল্লে মাত্র ১৬০০০/-টাকা) একজন উদ্যোক্তা অার চাকুরী জীবির মধ্যে এটাই পার্থক্য।
 বিঃদ্রঃ তার অনুরোধে নাম ঠিকানা প্রচার করা হলোনা।
#bloggermonju

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?