ক্যাকটাস কি?
ক্যাকটাসের আদি নিবাস হলো আমেরিকা। এটি মরুভূমির গাছ। ক্যাকটাসের নামকরণ করেছিলেন উদ্ভিদবীদ ক্যারোলাস লিনিয়াস।
প্রথমে গ্রিক শব্দ ‘ক্যাকটোস’ পছন্দ করলেও পরে এর নাম ‘ক্যাকটাস’ রাখা হয়। এর অর্থ হলো ‘কাঁটায় ভরা’। ক্যাকটাসের কাঁটাগুলো এর আত্মরক্ষার হাতিয়ার। কাঁটার ভয়ে কোনো প্রানী এর ক্ষতি করতে পারেনা। ঘরের ভেতরেই ক্যাকটাস চাষ করা যায়। ঠিক মত যত্ন করতে পারলে এক একটি ক্যাকটাস গাছকে প্রায় ২৫০ বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব! ক্যাকটাস গাছ দীর্ঘজীবী হলেও এর ফুল মাত্র দুই একদিনের মধ্যেই ঝরে পড়ে।
টবে লাগানোর উপযোগী ক্যাকটাস
বিশ্বে প্রায় ২৫০০ এর বেশি প্রজাতির ক্যাকটাস আছে। আমাদের দেশে টবে লাগানোর উপযোগী কয়েকটি ক্যাকটাস হলো একাইনো ক্যাকটাস,এপিফাইলাম, নিপল ক্যাকটাস,সেরেয়াস, গোল্ডেন ব্যারেল, ওল্ড লেডি,মাদার-ইন-ল-চেয়ার,সেরিয়াস, ফণীমনসা ইতাদি।
ক্যাকটাসের যত্ন
বাগানে ক্যাকটাস গাছ না লাগানোই ভালো। বৃষ্টি হলে মাটির আর্দ্রতা বেড়ে যায়। তখন গাছের গোড়া পচে পচে যেতে পারে। বাগানে ক্যাকটাস রোপন করতে চাইলে মাটি দিয়ে একটু উঁচু করে নিন। এরপর সেখানে ক্যাকটাস গাছ লাগিয়ে উপরে স্বচ্ছ পলিথিন দিয়ে দিন যাতে পানি না পড়ে ।
টবে ক্যাকটাস লাগাতে চাইলে গাছের আকার অনুযায়ী টব বাছাই করতে হবে। টবের নিচে ২/৩ তিনটি ছিদ্র করে দিন যাতে টবের অতিরিক্ত পানি তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে।
টবটিতে ক্যাকটাস রোপণ করা হবে তাতে তিন ভাগের একভাগ মাটি, একভাগ বালি এবং একভাগ পাতা পচা সার ভালোভাবে মিশিয়ে দিতে হয়। এক বছর পর পর একই নিয়মে টবের মাটি পরিবর্তন করে দিতে হয়।
ঘরের বারান্দা অথবা জানালার পাশে ক্যাকটাস রাখা যায়। আলো বাতাস আসে এমন জায়গাই ক্যাকটাস রাখার জন্য উপযোগী। তবে লক্ষ্য রাখতে হবে যেন সকালের রোদ ক্যাকটাসের গায়ে পড়ে।
ক্যাকটাসে খুব বেশি পানি দিলে এর গোড়া পচে যায়। সপ্তাহে একদিন বা দুইদিন সামান্য পরিমাণ পানি গাছের গোড়ায় দিয়ে দিন। লক্ষ্য রাখুন পানি জমে না থাকে।
ঘরের শোভা বর্ধনের পাশাপাশি ক্যাকটাস চাষ করে অর্থও উপার্জন করা যায়। চীন, জাপান, ভারত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বানিজ্যিক ভাবে প্রচুর পরিমাণে ক্যাকটাস চাষ হয়।
বাংলাদেশেও সম্প্রতি বানিজ্যিক ভাবে ক্যাকটাস চাষ শুরু হলেও এর পরিমাণ খুবই কম। পর্যাপ্ত সহায়তা ও রপ্তানির সুবিধা থাকলে বাংলাদেশেও ক্যাকটাস শিল্প গড়ে তোলা যায়।
প্রথমে গ্রিক শব্দ ‘ক্যাকটোস’ পছন্দ করলেও পরে এর নাম ‘ক্যাকটাস’ রাখা হয়। এর অর্থ হলো ‘কাঁটায় ভরা’। ক্যাকটাসের কাঁটাগুলো এর আত্মরক্ষার হাতিয়ার। কাঁটার ভয়ে কোনো প্রানী এর ক্ষতি করতে পারেনা। ঘরের ভেতরেই ক্যাকটাস চাষ করা যায়। ঠিক মত যত্ন করতে পারলে এক একটি ক্যাকটাস গাছকে প্রায় ২৫০ বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব! ক্যাকটাস গাছ দীর্ঘজীবী হলেও এর ফুল মাত্র দুই একদিনের মধ্যেই ঝরে পড়ে।
টবে লাগানোর উপযোগী ক্যাকটাস
বিশ্বে প্রায় ২৫০০ এর বেশি প্রজাতির ক্যাকটাস আছে। আমাদের দেশে টবে লাগানোর উপযোগী কয়েকটি ক্যাকটাস হলো একাইনো ক্যাকটাস,এপিফাইলাম, নিপল ক্যাকটাস,সেরেয়াস, গোল্ডেন ব্যারেল, ওল্ড লেডি,মাদার-ইন-ল-চেয়ার,সেরিয়াস, ফণীমনসা ইতাদি।
ক্যাকটাসের যত্ন
বাগানে ক্যাকটাস গাছ না লাগানোই ভালো। বৃষ্টি হলে মাটির আর্দ্রতা বেড়ে যায়। তখন গাছের গোড়া পচে পচে যেতে পারে। বাগানে ক্যাকটাস রোপন করতে চাইলে মাটি দিয়ে একটু উঁচু করে নিন। এরপর সেখানে ক্যাকটাস গাছ লাগিয়ে উপরে স্বচ্ছ পলিথিন দিয়ে দিন যাতে পানি না পড়ে ।
টবে ক্যাকটাস লাগাতে চাইলে গাছের আকার অনুযায়ী টব বাছাই করতে হবে। টবের নিচে ২/৩ তিনটি ছিদ্র করে দিন যাতে টবের অতিরিক্ত পানি তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে।
টবটিতে ক্যাকটাস রোপণ করা হবে তাতে তিন ভাগের একভাগ মাটি, একভাগ বালি এবং একভাগ পাতা পচা সার ভালোভাবে মিশিয়ে দিতে হয়। এক বছর পর পর একই নিয়মে টবের মাটি পরিবর্তন করে দিতে হয়।
ঘরের বারান্দা অথবা জানালার পাশে ক্যাকটাস রাখা যায়। আলো বাতাস আসে এমন জায়গাই ক্যাকটাস রাখার জন্য উপযোগী। তবে লক্ষ্য রাখতে হবে যেন সকালের রোদ ক্যাকটাসের গায়ে পড়ে।
ক্যাকটাসে খুব বেশি পানি দিলে এর গোড়া পচে যায়। সপ্তাহে একদিন বা দুইদিন সামান্য পরিমাণ পানি গাছের গোড়ায় দিয়ে দিন। লক্ষ্য রাখুন পানি জমে না থাকে।
ঘরের শোভা বর্ধনের পাশাপাশি ক্যাকটাস চাষ করে অর্থও উপার্জন করা যায়। চীন, জাপান, ভারত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বানিজ্যিক ভাবে প্রচুর পরিমাণে ক্যাকটাস চাষ হয়।
বাংলাদেশেও সম্প্রতি বানিজ্যিক ভাবে ক্যাকটাস চাষ শুরু হলেও এর পরিমাণ খুবই কম। পর্যাপ্ত সহায়তা ও রপ্তানির সুবিধা থাকলে বাংলাদেশেও ক্যাকটাস শিল্প গড়ে তোলা যায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন