ফেজবুক পেজে পোস্ট দেওয়ার জন্য সময় মেনেচলা উচিৎ...!
ফেসবুক পোস্টের মতো পেজেও পোস্ট দেয়ার ক্ষেত্রে সময় মেনে চলুন। যে সময়ে ফেসবুকে ব্যবহারকারী বেশি থাকে, সে সময়ে পোস্ট করুন। যেমন রাত একটায় ব্যবহারকারী কম থাকে, এসময় পেজে পোস্ট দিলে এটি কম মানুষের কাছে যাবে। দুপুর দুইটা বা রাত আটটায় পোস্ট দিতে সাড়া বেশি পাওয়া যায়।
আপনার পেজের ফলাফল সম্পর্কে জানুন
ফেসবুক পেজের ফলাফল তার অ্যাডমিনরা জানতে পারেন। আপনি যে ছবি বা পোস্ট দিলেন, তা কতজন মানুষের কাছে গেল, কতজন লাইক দিল তা জানতে পারবেন পেজের ইনসাইট অপশন থেকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন