বিলুপ্তির পথে বনরুই....

বনরুইঃ---





বর্তমানে  প্রায় বিলুপ্তির পথে বনরুই। অামাদের সচেতনতা এদেরকে বাঁচিয়ে রাখতে পারে। সমাজের পরিবেশ বান্ধব মানুষের এগিয়ে অাসতে হবে বিলুপ্তির পথে বনরুই বাঁচাতে এটা অামাদের বনজঙ্গলে প্রায়ই বিলুপ্তির পথে...







‘পৃথিবীতে আট প্রজাতির বনরুই রয়েছে। বাংলাদেশে একসময় তিন প্রজাতির বনরুই দেখা গেলেও বর্তমানে দু’টি প্রজাতি রয়েছে বলে ধারণা করা হয়। এরা হলো ভারতীয় বনরুই ও চায়না বনরুই। ইংরেজি ও বৈজ্ঞানিক নাম যথাক্রমে Indian Pangolin (Manis crassicaudata) ও Chinese Pangolin (Manis pentadactyla)। দেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতিটি ছিল সর্ববৃহৎ- এশীয় বৃহৎ বনরুই; Asian Giant Pangolin (Manis paleojavanica)। প্রাণিকুলের মধ্যে এরাই একমাত্র স্তন্যপায়ী প্রাণী যাদের শরীর আঁশযুক্ত। দেহাবরণ আঁশযুক্ত শক্ত খোলস দিয়ে আবৃত, যা অনেকটা রুই মাছের আঁশের মতো। গায়ের রং লালচে গোলাপি। তবে আঁশের রং মেটে-হলদে।’









ড. সাইফুল ইসলাম বলেন, ‘বনরুই নিশাচর প্রাণী। রাতে বন-জঙ্গলে বিচরণ করে বেড়ায়। এরা তীক্ষ্ম নখের সাহায্যে এক থেকে দেড় মিটার পর্যন্ত মাটি খুঁড়ে ভূগর্ভস্থ পোকামাকড়, উইপোকা ও পিপীলিকা শিকার করে খায়। পিঁপড়া প্রিয় খাদ্য। দ্রুততার সঙ্গে গাছ বেয়ে ওপরে উঠে এরা খাবার শিকার করতে পারে। লম্বা জিহ্বা পিঁপড়া বা পোকামাকড়ের ওপর নিক্ষেপ করে মুখে টেনে নেয়। মাটির গর্তে অথবা গাছের কোটরে বাস করে। দিনে গর্ত থেকে খুব একটা বের হয় না বলে সাধারণত কারো নজরে পড়ে না।’






তিনি আরো বলেন, ‘প্রজাতি ভেদে বনরুইয়ের আকৃতি বিভিন্ন হয়ে থাকে। পুরুষ বনরুইয়ের দৈহিক আকৃতি মহিলা বনরুইয়ের চেয়ে বড়। ৩০ থেকে ১০০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ওজনে দুই থেকে ১০ কেজি পর্যন্ত হয়। ১২০ থেকে ১৫০ দিনের মধ্যে বাচ্চা প্রসব করে। এশিয়া অঞ্চলের বনরুই এক থেকে তিনটি বাচ্চা দেয়। তবে আফ্রিকা অঞ্চলের বনরুই একটির বেশি বাচ্চা প্রসব করে না। জন্মকালে বাচ্চার ওজন ৮০ থেকে ৪৫০ গ্রাম হয়ে থাকে। দুই বছরে পরিপক্ব হয়ে ওঠে এরা। তখন দেহের আঁশগুলোও শক্ত হয়ে যায়। এরা প্রায় দুই দশক পর্যন্ত বেঁচে থাকে।’





অস্তিত্ব সংকটের বনরুইকে বাঁচাতে হলে গণসচেতনতা সৃষ্টির বিকল্প নেই। পাশাপাশি দরকার সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর দ্রুত বাস্তব পদক্ষেপ গ্রহণ করা।
কুসংস্কারে আচ্ছন্ন হয়ে প্রাণীটি নির্বিচারে হত্যা করে চলেছে। লোকজ ওষুধ তৈরি বা টোটকার দোহাই দিয়ে হাটবাজারে হামেশাই পসরা সাজিয়ে বসে থাকা ভণ্ড কবিরাজ ও গণক আর ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অনেকে নিরীহ প্রাণীটির অস্তিত্ব বিপন্ন করে তুলেছে। শ্যেনদৃষ্টি রয়েছে হারবাল ওষুধ তৈরির কিছু হাতুড়ে কম্পানিরও। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, বনরুইয়ের দেহ দিয়ে তৈরি করা এসব ওষুধের বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। এগুলো আসলে অপচিকিৎসা এবং অসচেতন মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার একটি কৌশল। এভাবেই বিপন্ন হয়ে পড়ায় প্রাণীটি এখন ‘আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের’ (আইইউসিএন) তালিকাভুক্ত। এ ছাড়া আমাদের দেশ থেকে এই বিলুপ্তপ্রায় বনরুই মিয়ানমারসহ পার্শ্ববর্তী দেশে পাচার হয় বলেও অভিযোগ রয়েছে।
আামাদের অর্থনৈতিক সামাজিক কারনে এদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে  গন সচেতনতা তৈরি করতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?