এক সময়ের জনপ্রিয় হুক্কা


হুক্কা:
রাজকীয় ঐতিহ্য
এবং ধুমপানের
সরঞ্জাম এক
সময় ব্যাপক
জনপ্রিয়
ছিল হুক্কা।
রাজা, জমিদার
থেকে গ্রামের
সকল মজুর,
কৃষক,জেলে,
,কামার,কুমার,
তাঁতি
সকলের কাছে
হুক্কা
ছিল ব্যাপক
জনপ্রিয়।
হুক্কার অাদি জন্ম
পারস্যোর সাগভি
রাজবংশ বলে
ধারনা
করা হয়ে থাকে।
উপমহাদেশে
মোঘল অামলে
হুক্কার জনপ্রিয়তা
দেখা যায়।
সে সময়
রজা-বাদশারা
সোনার, পিতলের
তৈরী
হুক্কায় করে
পিতলের কলকিতে
তামাকে আগুন
লাগিয়ে
নরম বিছানায়
শুয়ে
অারাম করে
মনের সুখে হুক্কায়
ধুমপান করতেন।
আজ কালের
বিবর্তন অার
আধুনিকতার
ছোয়ায় মানুষের
কাছে
সহজ লভ্য
বিভিন্ন নেশা
জাতীয় দ্রব হাতের
নাগালে থাকায়,
হুক্কার প্রচলন
অাস্তে আস্তে
বিলুপ্ত প্রায়।
তবে এখন
নাটক, ছায়াছবিতে,
জমিদার বাড়ীতে
বা জাদুঘরে
হুক্কার জনপ্রিয়তা
দেখা যায় ।
বর্তমানে হুক্কার
জায়গা দখল
করে নিয়েছে
বিড়ী,সিগারেট
গাঁজা সহ
অন্যান সকল
মাদক দ্রব্য।
হুক্কার স্থান
এখন মিউজিয়ামের
শেলফে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?