"আমার বকুল ফুল"


 "অামার বকুল ফুল"
প্রথম খন্ড-----(১)
প্রথম চাকুরীটা
পেলাম নতুন প্রজেক্টে,
গ্রাম কেন্দ্রিক
স্বাস্থসেবা।
অামার গ্রামের
বাল্য এক বন্ধুর
 সহযোগীতায়,
অাশ্রয় মিল্ল
একটি বাসায়।
গ্রামের কৃষক
কৃষি কাজ করেন
মতি মিয়।
বড় অভাবের
সংসার একটি
মাত্র-মে।
দুইবেলা দু -মুঠ ভাত
অার ডাল তরকারি
এভাবে জীবন।
বছর ১৫-১৬
বয়সের মে,
--- নাম" বকুলি"
---অষ্টম শ্রেনীতে
--পড়ে ।
অামার থাকার
স্থান হল তাদের
---- একটি কক্ষে।
এভাবে কেটে গেল
দুই-তিনদিন।
সারা দিন কাজের পরে
বাসায় ফিরলাম।
"বকুলি" অামার
---দরজার সামনে।
তখন অামার
তার সাথে প্রথম
কথা হলো।
---অামি :তুমি "বকুলি "
---"বকুলি ":মাথা নারালো..হু...!
---অাসো ভিতরে
অাসো
--"বকুলি "
ভিতরে
অাসলো।
--অংকের একটি
খাতা হাতে।
--অামাকে বল্ল
অংকটাএকটু
---মিলাতে পারছিনা
একটু

দেখবেন..?
অামি অংকটা
মিলাতে লাগলাম।
কিছুটা সময়
পার
হবার পরে
হঠাৎ "বকুলি
"দরজাটা বন্ধ
করেদেয়।
অামি কিছুই
বুঝে উঠার অাগে
"বকুলি" চিৎকার
দিয়ে তার
বাবা-- মা--কে ডাকলো।
---"বকুলি "অামাকে
জড়িয়ে ধরলো,
--অামি চিৎকার
দিয়ে বল্লাম কি করছো...?
--অামি--
--অামি--
-বিবাহিত..
--অামার সন্তান অাছে।
--সে রাত্রে গ্রামের
অনেকে অনেকটা
জুলুম
করে অামার অার
"বকুলির "বিবাহ
দিলো।
অামি অসহায়
মানুষের
মত মেনে নিলাম।
অামাদের বাসর
ঘর হলো, বাসরে
"বকুলি" অামার
কাছে কাঁদো-কাঁদ
-
-কন্ঠে বল্লো :
অাপনি অামাকে
মাপ করে দিন
এ ছাড়া অামার
কোন উপায়
ছিলনা।
অামি বল্লামঃ
"বকুলি "
অামি বিবাহিত
অামার বউ
অাছে
বাচ্চাঁ অাছে----।
পরে বুজলাম হত
দরিদ্র পরিবার
তার
মেকে অামার
ঘারে
চাপিয়েছে এই
কৌশলে।
কি অার করা
প্রজেক্টের
কাজ অার নতুন
 দাম্পত্যজীবন
এভাবে চলবে
লাগলো।
মতিমিয়া অামার
অাদর অাপ্যায়নে
----কোন
ত্রুটি করেন নি।
এভাবে এক মাস
দুমাস করে
মাস তিনেক
----কাটলো
অামার অার
" বকুলির" সংসার।
বাড়ি থেকে
বড় বৌ চিঠিপত্রে
যোগাযোগ করলো
ঘটনা টি তাকে
------বলতে
চেয়ে ছিলাম কিন্তু
সাহস পেলামনা।
ফাকে তিনদিন
--------ছুটিতে
বাড়ি এসে
কাটিয়ে গেলাম।
যখন ফিরলাম
------দেখি
------"বকুলি"
অামার জন্য
----ব্যাকুল
হয়ে অাছে।
অামি প্রতি দিন
যখনি বাড়ি
----ফিরতাম
"বকুলি "পথপানে
দাড়িয়ে অামার
জন্য অপেক্ষা
----করতো।
------গ্রামের
------শ্যামলা
মেয়ে ঘন কালো
চুল তার নাকের
নোলক হাতে
কাঁচের চুড়ি
-----অামাকে
মুগ্ধ করতো।
বিকেলবেলা
---ইছামতি
নদির তিরে
"বকুলি "
অার অামি
--হাটছি জীবনের
কিছুটা সময়
খুব-ভালই
কাটুলো কিন্তু বেশিদি
থাকা হলোনা। ঢাকা
থেকে প্রজেক্ট--
টি-- তুলে নেয়া হলো।
অামি চলে অাসার
অাগে "বকুলি "
কাঁদলো অঝর
ধারায় সে কাঁন্না।
তুমি অামায় ভূলে
 যেয়না"বকুলি"
চোখে হারানোর
--ভয়।-অামি অাসার
 সময় গ্রামের
অনেক লোক বিদায়
জানাতে অাসলো,
মতি মিয়া অামাকে
ধরে কাঁদলো
অসহায় এক
বাবা হত দরিদ্রতাই
এদের এমন করেছে।
বিদায় নেবার সময়
খুবই শক্ত করে
হাতটি ধরে বসলো
"বকুলি" তুমি সত্যি
অাসবে তো.....?
অামি হাত ছাড়িয়ে
বল্লাম..হু।
চলে অাসলাম,
বিদায় ইছামতি -নদি
বিদায় "বকুলি"......
(পরবর্তি পাতায়)---->

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?