স্তন ছোট এখন বড় করার উপায় কি...? ব্রেস্ট বড় করার উপায় কি ?


ব্রেস্ট বড় করার জন্য কোন ক্রিম বা ঔষধ এর প্রয়জন নেই। অতি সাধারন প্রকৃয়ায় অাপনার ব্রেস্ট পারফেক্ট সাইজ করতে পারেন। উত্তরঃ১. নিয়মিতভাবে গোসল করার পুর্বে সরিষার তেল হালকা গরম করে অথবা খাঁটি মধু হাতে নিয়ে ১৫-২০মিনিট ম্যাসাজ করলেই মাস খানেক এর মধ্যে খুব ভাল ফলাফল পাবেন। ২. ব্রেস্ট বড় হওয়ার ম্যাসাজ এর জন্য, ৩৪-৩৬ সাইজ হল পারফেক্ট সাইজ । ৩. আসলে কোন পিল বা ক্রিম ব্যাবহার করলে ব্রেস্ট বড় হবে মনেকরা বা এমন ধারনা ভুল। ব্রেস্ট ক্যান্সার পর্যন্ত হতে পারে অাপনার এসব ঔষধ ও ক্রিম ব্যাবহার করার ফলে। ব্রেস্ট নারীদেহের একটি গুরুপ্ত পূর্ন অংশ। স্তন নিয়ে নর-নারী উভয়েরই ব্যাপক আগ্রহ থাকলেও এর অনেক তথ্যই আমাদের অজনা।আজ আমরা স্তন সম্পর্কিত সেই রকম ৮ টি অজনা তথ্য জানবো। ১. প্রতিটি সাধারণ আকৃতির স্তনের ওজন প্রায় ৪৯৮ গ্রাম, এবংদেহের মোট চর্বির ৪-৫ শতাংশ চর্বি দিয়ে স্তন গঠিত। যাদের স্তন বেশ বড় তারা স্তনেরওজনের জন্য সামনের দিকে একটু ঝুঁকে পড়েন। ২. পুরুষাঙ্গের মতই স্পর্শ পেলে স্তনের (স্তনবৃন্ত সহ) আকার বেড়ে যায়। ৩. যৌনতায় উত্তেজিতস্তনবৃন দের দৈর্ঘ্য ০.৯৬ সেমি। ৪. আমাদের দেশের নারীদের স্তনের গড় আকৃতি ৩৪বি। ৫. বড় স্তনের নারীরা তাদের স্তন নিয়ে প্রায় সময়ই বিব্রত হন। ব্রেস্ট ইমপ্লান্টপদ্ধতি তে স্তনের আকার দৃষ্টিনন্দন করা যায়। ৬. মধ্য বয়সের বড় স্তনকে আকর্ষণীয় নয় বরং ছোট স্তন অনকে বছর পরও ছোট রাখাই আকর্ষণীয় ধরা হয়। ৭. স্তনের দুধের স্বাধ মিষ্টি, অনেক ভিটামিন ই,আয়রণ এবং ফ্যাটি এসিড সমৃদ্ধ। ৮. স্তনের গড়ন সুন্দর রাখতে সঠিক মাপের ব্রা পরতে হয়। তা না হলে অল্প বয়সেই স্তনের গড়ন নষ্ট হয়ে যায়।
প্রকৃতির অপরুপ নারী রূপের জন্য স্তনের সুন্দর কৃঅাতি নারীকে অার সুন্দর ও নজরকারা মোহনিয় রূপ দানে নারীর স্তন্যর গুরুপ্তপূর্ন ভূমিকা পালন করে থাকে। তাই স্তনের প্রতি অার সাস্থ সচেতন হতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?