নিষিদ্ধ ভালবাসা....








হটাৎ ঘুমটা
বেঙ্গেগেল..
রাত্রি দুপুরে
অামি জেগে অাছি..
টিপ টিপ বৃষ্টি
পরছে খুবই
চমৎকার শব্দ,
টিনের চালে
বৃষ্টির শব্দ
হালকা বাতাস।
জানালার কাছে
সামান্য ভাঙ্গা
সেখানে
হিমিল সিতল
বাতাস,
ঘরে ঢুকে ঠান্ডা
ঠান্ড এসির মত
অনুভব করছি।
গত--৫০০ --বছর অাগে
এক জন রাজার
থেকে নিজেকে
সুখি মনেহয়।
বকুলির নির্জন
দুঃক্ষের মত বৃষ্টি
অার নিঃসংগ
মানুষ গুলি মাঝে
মাঝে রোবট
হয়েযায়।
অামি রোবট
নই একজন মানুষ
হৃদয়ে
হার্ট বিট হয়,
এবং চোখের পাতা
বন্ধ করে স্বপ্ন
দেখি ঠিক
তোমাকে.......!
-অামি সম্রাট
শাজাহান নই......!
তাজমহল গড়তে
চাইনা....!
তোমার.... ঐ.....
নয়নের....
-লাজুক চাহুনি
টুকই চাই......!
অনন্ত অানন্দ
-চাইনা তোমার
কোমল হাতের
স্পর্শ চাই.....!
নিস্তব্ধতায় ঐ
ঠোটের স্পর্শ চাই....!
যদি তার নাম
ভালবাসা হয়
তবে অামি
তাই চাই......!
অামি নিরবে-
নিবৃতে-অগোচরে-
গোপনে-শুধুই...
ভালবেসে যাই.....!
হোকনা নিষিদ্ধ
ভালবাসা...
অামার কাছে
পবিত্র তাই.....!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?