পিঠে বিক্রি করে ইনকাম উদ্যোক্তা অাইডিয়া.....


পিঠার নামঃপানতোয়া / ডিম পিঠা/পানপভন পিঠা।


উপকরণঃডিম ২টি, লবণ স্বাদমতো, ময়দা দুই কাপ, চিনি এক টেবিল চামিচ , বেকিং পাউডার প্রয়োজন মতো পানি ও ভাজার জন্য তেল।
প্রণালিঃ
প্রথমে একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে ডিম ভেজে নিতে হবে।
ময়দা ২ কাপ ,১চা চামিচ বেকিং পাউডার ও পানি স্বাদমতো চিনি দিয়ে এর সাথে একটি ডিম ফেটিয়ে মিশ্রিত করতে হবে মিশ্রণ তৈরি (অনেকটা পাটি সাপটা পিঠের গোলার মতো)হবে । এবার ভাজা ডিম মিশ্রণে ডুবিয়ে তা ডুবো তেলে ভেজে নিতে হবে। একই ভাবে চার বার/পাঁচ বার মিশ্রণে ডুবিয়ে ভেজে তুলে নিতে হবে।


ছুরি দিয়ে কেটে পরিবেশন করুন পানতোয়া পিঠা। এই পিঠা প্রতিটি পিচ ২০/- বিক্রি করতে পারেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?