সুনামির অাতংঙ্ক জাপানে......!
একটি বিরল প্রজাতির মাছ দেখে জা'পানের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। তারা মনে করে ওই মাছ-ই বয়ে আনে ভূমিকম্প ও সুনামির বার্তা। তাই সুনামির আতঙ্কে এখন ভুগছে জা'পান। বিরল প্রজাতির সেই মাছটির নাম ‘ওরফিশ’। শুক্রবার (১০ জানুয়ারি) এই মাছটি ধ'রা পড়ে জা'পানের তোয়ামা এলাকায়। এ নিয়ে এই মৌসুমে প্রায় সাতটি ওরফিশ ধ'রা পড়ল জা'পানে।
জা'পানি ভাষায় এই মাছের নাম ‘রিউগু নো সুকাই’। এর মানে ‘সমুদ্রের ভগবানের অট্টালিকার দূত’। তারা মনে করে, সমুদ্রের তলদেশ থেকে এই মাছ বয়ে আনে ধ্বংসের বার্তা। আর এ কথার ওপর ভিত্তি করেই আতঙ্ক ছড়াচ্ছে জা'পানজুড়ে। ওরফিশ বা রিউগু নো সুকাই এর রূপকথা শুরু হয় ২০১১ সালে। সে বছর বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির ফলে ২০ হাজার মানুষ মা'রা গিয়েছিল জা'পানে। তার আগে অন্তত এক ডজন ওরফিশ জা'পানের বিভিন্ন উপকূলে দেখা গিয়েছিল।
জা'পানি ভাষায় এই মাছের নাম ‘রিউগু নো সুকাই’। এর মানে ‘সমুদ্রের ভগবানের অট্টালিকার দূত’। তারা মনে করে, সমুদ্রের তলদেশ থেকে এই মাছ বয়ে আনে ধ্বংসের বার্তা। আর এ কথার ওপর ভিত্তি করেই আতঙ্ক ছড়াচ্ছে জা'পানজুড়ে। ওরফিশ বা রিউগু নো সুকাই এর রূপকথা শুরু হয় ২০১১ সালে। সে বছর বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির ফলে ২০ হাজার মানুষ মা'রা গিয়েছিল জা'পানে। তার আগে অন্তত এক ডজন ওরফিশ জা'পানের বিভিন্ন উপকূলে দেখা গিয়েছিল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন