করোনাভাইরাস অাক্রন্ত বাংলাদেশে তিনজন সনাক্ত হয়েছে....!


বাংলাদেশে করোনাভাইরাস অাক্রন্ত তিন জন সনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুইজন ইতালি থেকে দেশে অাসার পড়ে তাদের শরীরে করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে। এবং তাদের মাধ্যমে বাংলাদেশে একজন অাক্রন্ত হয়েছে।ইতালি থেকে অাসা দুজন পুরুষ এবং বাংলা দেশে বসবাসরত একজন নারীর শরিরে পাওয়া গেছে। সামাজিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।
বাংলাদেশসরকারের স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এ বিষয় সচেতন হতে সকলকে অনুরোধ করাহয়েছে ।

করোনাভাইরাস নিয়ে  গুজব না  সরানোর জন্য সকলকে
বলা হয়েছে। অামরা আশাকরি সচেতন হয়ে খুব তারাতাড়ি
বাংলাদেশ সরকারের সহায়তায়  করোনাভাইরাস থেকে রক্ষা পাবে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Mia Khalifa adult film star.....

সিরকা বা ভিনেগার কি.. এর উপকারিতা কি...?