"রাজার গল্প"

         


----এক দেশে

এক রাজা ছিলো,

রাজা তার রাজ্যের

প্রজাদের দুঃখ কষ্ট

দেখতেন 

এবং তা দুর করার           

জন্য যা করার

--- তাই করতেন, 

এক কথায় মহৎ রাজা। 

রাজার নাম ধাম 

চার দিকে

--- ছড়িয়ে পরলো। 

---রাজ্যে সকলে

--- সুখ শন্তিতে দিন 

--কাটতে লাগলো।

রাজা ভাবলেন

অনেক দিন তো 

---হলো এবার 

বনে হরিন সিকার

করতে যাই।

--- ঠিক তো

--- রাজার চাওয়া

--- বলে কথা ।

বন জঙ্গল পাড়ি

--- দিয়ে রাজা 

---চলছেন হরিন

--- সিকারে উজির 

---নাজির কোতয়াল রাজা, 

---সকলে চলতে

---- চলতে পিপাশার্ত 

---বা তিষ্নার্ত হয়ে 

----একটা বট গাছের 

--নিচে বিশ্রম নিচ্ছেন। 

----রাজা একটু ক্লন্ত

হয়ে বিশ্রমের জন্য 

---শুতে মনস্ত করলেন , 

---শুয়ে রাজা গাছের

--- দিকে তাকিয়ে 

--চিৎকার দিলেন,

উজির নাজির 

---কোতয়াল ছুটে 

---অাসলেন। 

---রাজা বল্লেন দেখ 

---একটা মানুষের 

---মতো কি যেনো ঝুলছে। 

---সত্যই একটা মানুষ 

----ঝুলছে ডালের

-- সাথে দুই পা 

---কেস্কি দিয়ে

{( x)অাক্রিতি বিশেষ }

লোকটির মাথাটা

নিচের দিকে ঝুলছে 

লোকটি জীবিত। 

-----রাজা মনের 

---কষ্টে বল্লেন

"অামি এক জন 

অপদার্থ রাজা "

অামার রাজ্যে মানুষ 

এত কষ্টে অাছে 

---অার অামি হরিন

সিকার করতে চলছি। 

রাজা লোকটাকে 

ডাকলেন কিন্তু 

কোল লাভ হলোনা , 

অবশেষে রাজা

হরিন সিকার

--- না করে রাজ্যে

--- ফিরলেন। 

রাজ্যে এলাম জারী 

---করা হলো ঐ

--- লোকটাকে যে

গাছ থেকে জীবিত 

নামিয়ে অানতে 

পারবে রাজা 

---তাকে উপযুক্ত

এনামি দিবেন। 

পাড়ার মহল্লার 

সকলে ছুটলো 

পুরষ্কার এর লোভে, 

কিন্তু ব্যাটা 

---নাছর বান্দা

কেউ কিছু করতে 

----পারলো না।

ডিল ছুরলো, 

বাঁশ দিয়া খুচিয়ে 

কাজ না হওয়ায়

সকলে ক্লান্ত 

হয়ে ফিরলো।

রাজার দুঃখে 

রাজ্য স্তব্দতায়

রূপ নিলো, 

---রাজার ঘুম, 

---নাওয়া, খাওয়ায় 

শান্তি রইলো না। 

রাজা অাবার 

ঘোষনা দিলেন যে 

ঐ লোকটাকে জীবিত

তার কাছে নিয়ে 

---অাসতে পারবে

তাকে রাজ্যের 

---অর্ধেকটা দিয়ে দিবেন।

--- পরের দিন সকালে 

--রাজ দরবারে 

---একটা লোক সাথে 

---এক জন মহিলা 

এসে দাড়ালো। 

----রাজা বল্লেন কি চাই..??

--- মহিলা বল্লেন

---- জাহাপানা এই

--- সেই লোকটি যাকে 

---নিয়ে অাসলে 

অাপনি অাপনার 

---রাজ্যর অর্ধেক

-- দিয়ে দিবেন। 

--+রাজা বল্লেন হা..... 

তা তুমি একে 

কিভাবে অানলে.....?? 

---মহিলা লজ্জিত

--+ হয়ে নিচের

--দিকে তাকিয়ে 

বল্লেন...... 

--উনি অামার স্বামি.......,

অামার অত্তাচারে 

গাছে অমন করে 

ঝুলে ছিলেন......। 

অাপনার ঘোষনার পরে......

....অামি বল্লাম ......... 

" ওগো অার 

ঝুলতে হবেনা.....

. রাজা অামাদের

সব দুঃখ ঘুচিয়ে দিবেন, 

অমনি উনি নেমে এলেন।

...... রাজা হাসলেন 

এবং তারা তাদের পুরস্কার ও পেলেন....!!!

#___FZপ্রতিক

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?