"অামার বকুল ফুল"--তৃতীয় খন্ড



চিঠি ---
"প্রিয় স্বামি"
অামি প্রতিটা
ক্ষন তোমার
জন্য অপেক্ষা
করে অাজ মৃত্যুর
পথে, অামি প্রতিটা
রাত্রে ঘুমাতে
পারিনা
মনে হয় তুমি অাসলে
এই বুঝি। পথের
পানে তাকাতে
তাকাতে
অামি
অার পারলাম না
তুমি ভূল বুঝনা
অামায় তোমার
সন্তান "অনন্ত"ও
তোমার
অামার স্মৃতী
ওকে তুমি দেখো।
ইতি
তোমার
"বকুলি "
অামি কাঁদলাম
বুকটা ফেটেগেল
অামি অার পারছি না
এত কষ্ট চোখ
মুছে নিলাম।
ইছা মতির
পানির
মত বয়ে চলবে
জীবন।
"অনন্ত"চির কাল
থাকবে হাজার
বেদনা তাদের
কে কাবু করবেনা।
<><><>উৎসর্গ®অমন হাজার" অনন্ত"
যারা পরাজয় মানেনা।
(গল্পটি কাল্পনিক
লেখক ঃFZ Rashel)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার