বাংলাদেশ সম্পর্কে গুরুপ্তপূর্ন তথ্য
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা
-২০১৬ইং
=========================
১. মোট জনসংখ্যা- ১৫.৮৯ কোটি।
২. জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭%
৩. গড় আয়ুষ্কাল - ৭০.৯ বছর।
৪. জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি. - ১০৭৭
জন।
৫. মাথাপিছু আয়- ১৪৬৬ মার্কিন ডলার
৬. সাক্ষরতার হার ৭+ বছর- ৬৩.৬%
৭. দারিদ্র্যের নিম্নসীমা - ১২.৯%
৮. দারিদ্র্যের উর্দ্ধসীমা- ২৪.৮%
৯. মোট ব্যাংক- ৬৪ টি।
১০. তফসিলিভূক্ত ব্যাংক- ৫৭ টি।
১১. সর্বশেষ তফসিলিভূক্ত ব্যাংক- সীমান্ত
ব্যাংক।
১২. ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান- ৩৩
টি।
১৩. বিদ্যুৎ এর আওতাভুক্ত জনগন- ৭৫%
১৪. মাথাপিছু বিদ্যুৎ উৎপদনের পরিমান-
৩৭১ কি. ওয়াট ঘন্টা।
১৫. মোট গ্যাসক্ষেত্র- ২৬ টি।
১৬. প্রকৃতিক গ্যাস দেশের মোট জালানির -
৭৪%
১৭. জিডিপি প্রবৃদ্ধির হার- ৭.২%
১৮. মূল্যস্ফিতি হার- ৫.৮%
১৯. বিদেশি বাণিজ্যিক ব্যাংক- ৯ টি।
২০. মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে-
চতুর্থ।
২১. বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে-
পঞ্চম।
২২. বিসিক শিল্পনগরী- ৭৪ টি।
২৩. সার কারখানা- ৮ টি।
২৪. পেপার মিল- ১ টি।
২৫. সিমেন্ট কারখানা- ১ টি।
২৬. হার্ডবোর্ড মিল- ১ টি।
২৭. চিনিকল- ১৫ টি।
২৮. রাবার বাগান- ১৭ টি।
২৯. পাটকল-১৪৬ টি।
৩০. সূতা কল- ৯৬ টি।
৩১. সরকারি ইপিজেড- ৮ টি।
৩২. উৎপাদিত ঔষধ দেশের চাহিদা মেটায়-
৯৮%
৩৩. বিদেশে ঔষধ রপ্তানিকারক
প্রতিষ্ঠান- ৪৬ টি।
৩৪. বাংলাদেশ ঔষধ রপ্তানি করে
বিশ্বের- ১১৩ টি দেশে।
৩৫. আন্তর্জাতিক বিমানবন্দর- ৩ টি।
৩৬. অভ্যন্তরিন বিমানবন্দর - ৭ টি।
৩৭. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর
অভ্যন্তরীন রুট- ৭ টি, আন্তর্জাতিক রুট- ১৫
টি।
৩৮. সাফারি পার্ক- ২ টি।
৩৯. জাতীয় উদ্যান- ১৭ টি।
৪০. সরকারি বিশ্ববিদ্যালয় - ৩৮ টি।
৪১. বেসরকারি বিশ্ববিদ্যালয় - ৯৫ টি।
৪২. বন্যপ্রাণী অভয়ারন্য- ২০ টি।
৪৩. বাংলাদেশের গ্রামীণ পরিবারের
আয়ের উৎস কৃষি - ৮৭%।
৪৪. বাংলাদেশের টিএফপি - ২.৭%।
৪৫. বর্তমানে শ্রমশক্তিতে নারী-পুরুষের
সংখ্যা - ৬ কোটি ১৪ লাখ।
৪৬. একজন শহরের শ্রমিকের মাসিক মজুরি
গড়ে - ১৩,৭৭৬ টাকা
৪৭. একজন গ্রামের শ্রমিকের মাসিক মজুরি
গড়ে - ১০,১২০ টাকা।
৪৮. বিনা মজুরিতে কাজ করে এমন লোকের
সংখ্যা - ৭৩ লাখ।
৪৯. বাংলাদেশের খেলাপি ঋণের হার -
৮.৭৯%।
৫০. বৈদেশিক মুদ্রা রিজার্ভে
বাংলাদেশের অবস্থান বিশ্বে - ৪৮তম।
#__FZপ্রতিক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন