পড়া মনে রাখার কৌশল:


(১)অধ্যবসায়ে গভীর অাগ্রহের সাথে মনোনিবেশ এবং জিদ্দি মনোভাব থাকা, যে অবশ্যই অামাকে মুখস্ত করতে হবে।
(২)বার বার শব্দ করে পড়ার মাধ্যমে মুখের জড়তা কেটে ফেলা এবং উচ্চারনের সঠিক বাচনভঙ্গির দিকে নজর দেয়া।
(৩)কোন বিষয় সম্পূর্নরূপে জানা গেলে বেশি বেশি মনে থাকে তাই পুরোপুরি ভাবে জানার চেষ্টা করা।
(৪)যে বিষয় অাপনার মনে রেখাপাত করবে তা খুব সহজেই মনে থাকবে।
(৫)অর্থপূর্ন ভাবে খেয়াল করা যুক্তিসংগত ও সুশৃংঙ্খল শিখা পদ্ধতির মাধ্যমে মুখস্ত করা সহজ, এবং তা সুন্দরভাবে পাঠনের দ্বারা সহজেই মনে থাকে।
(৬)অাপনার ইচ্ছাশক্তি, অাপনার মাঝে গভীর অাগ্রহ ওপ্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে।
(৭)অাত্নবিশ্বাসের সাথে কর্মে কঠোর উদ্দমী হতে হবে। তাহলে কঠিন বিষয় টিও অাপনার কাছে সহজ বলে মনে হবে।অার তখনই মুখস্ত করারস্পৃহা বৃদ্ধি পাবে। এ মুখস্ত সহজে ভূলবেন না।.......!!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Mia Khalifa adult film star.....

Jarda Recipe