হৃদরোগ বা হার্ট ব্লক চিকিৎসা করুন ঘরেবসে ই....


সুস্থ হার্ট,সুন্দর জীবন অার সুন্দর জীবনের প্রত্যাশা সবার।বাংলাদেশে প্রায় দের কোটি মানুষের বিভিন্ন ধরনের হৃদরোগ অাছে।অাজকের অালচনা যাদের ষ্ট্রোক হয়েছে বা ৬০/৭৫ % ব্লক তাদের চিকিৎসার বিষয়ে।




উপকরনঃ----

১)দেশী অাদা ৫০০গ্রাম 

২)খাঁটি মধু ৬০০মিলিঃ-(খাঁট মধু না পেলে "ডাবর"এর মধু দোকানে পাবেন এটা হলেও চলবে)

৩)রশুন ৫০০গ্রাম দেশী ১কোয়ার হলে ভাল তবে না পেলে বিদেশী হলেও চলবে।

৪)অাপেল ৬০০গ্রাম গ্রিন অাপেল বা সবুজরং এর অাপেল ভাল, নাপেলে বড় লাল অাপেল একটু টক স্বাদের।

৫)দেশী কাগজি লেবু মাঝারি অাকারের ৫০টি।



প্রশ্তুত প্রনালিঃ---প্রথমে অাদার উপরে অাবরন বা ছোলা ছিলেনিন।রশুনের উপরে প্লেট বা কিছুদিয়ে চেপে থেত্লেনিয়ে এরার উপরের শুকনো অাবারন টি বেছে ফেলুন। এবার লেবুগুলি এক মাথা গোল করে কেটে নিয়ে চিপে রসবের করে একটি পাত্রে রাখুন। ব্লেন্ডার দিয়ে অাদা,অাপেল,রশুনের সবঙটুকু মন্ড তৈরী করুন যদি ব্লেন্ডার না থাকে তবে সিলপাটায় পিশে নিতে পাবেন।



এবার একটি পাত্রে সব উপকরন টুকু এক-সাথে করে ঢালুন, অাস্তে অাস্তে কম অাচে বা সল্প তাপমাত্রায় জ্বালদিন বা রান্না করুন।মাঝের মধ্যে নারুন, যখন এটি ঘন হালুয়া অাকার হয়ে অাসবে তখন নামিয়ে ঠান্ডা করার জন্য রাখুন।এবার২/৩ ঘন্টা পরে ঠান্ডা হালুয়া ঢাকনা যুক্ত পাত্রে বা বৈয়ামে রাখুন।

সেবনের নিয়মঃ---


প্রতাহ সকালে খালিপেটে ১০গ্রামঃ এবং রাত্রে খাবারের অাগে১০ গ্রামঃ খাবেন।যদি কোন ডাক্তারের ঔষধ সেবন করেন বন্ধ করার দরকার নেই।টানা তিনমাস এটি খাবার পরে উপকার পেলে ডাক্তারের ঔষধ বন্ধ করাযেতেপারে।

এর পাশাপাশি কিছু নিয়ম মানুনঃ------



#ধুমপান বন্ধ করুন।

#নিয়মিত ৩০মিঃ হাটুন।

#লবন,তৈল,মিষ্টি,চিনি অাপনার জন্য শত্রু এদের যতটা পারেন এরিয়ে চলুন।

#ননষ্টিক ফ্রাই প্যানে তেল ছড়া ডিম,ডালের বড়া,তরি-তরকারি খেলে নতুন করে চরবি হবেনা পাশাপাশি উপরের ঔষধ খেলে অাপনার হার্ট এর ব্লকের চর্বি কমবে।

#ঔষধটি একাধারে দের থেকে দুই বছর সেবন করলে অাপনি হার্ট এর রুগি ছিলেন ভূলেজাবেন।




বিঃদ্রঃ অামার পোষ্টটি সংগ্রহের জন্য অনেক কষ্টে করেতে হয়েছে। এটি একটি নামিদামি কবিরাজি গোপন ফরমূলা, তবে প্লিজ অনুরোধ থাকলো এটা কেউ ব্যাবস্যা বা প্রতারনায় ব্যাবহার না করেন।{১০০%প্রমানিত তাই কেউ উপকৃত হলে অামার লেখাটার কষ্ট সার্থক।অার ভাল লিখতে পারি যেন দোয়া করবেন।}

নিশ্চই অাল্লাহপাক অাপনার মঙ্গল করবেন।

( ধন্যবাদ)


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?