অনুপ্রেরণা মূলক শিক্ষনিয় গল্প.....


একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পাশেই একটা হাতি দড়ি দিয়ে বাঁধা । হাতিটাকে এই অবস্থায় দেখে লোকটা খুব অবাক হলো। কোন শিকল নেই হাতিটার এক পা শুধু একটা চিকন দড়ি দিয়ে বাঁধা ।

চাইলেই হাতিটা যে কোন মুহূর্তে দড়ি ছিঁড়ে চলে যেতে পারে।  কিন্তিু হাতিটা সেখানেই দাঁড়িয়ে আছে। হাতিটি দড়ি ছিঁড়ে চলে যাচ্ছেনা বা ছেঁড়ার কোন চেষ্টাই করছেনা। অনেকক্ষন আনমনে ভাবলো লোকটা। লোকটার ঘোর কাটছেনা কিছুতেই..? সুযোগ থাকারপরও হাতিটা মুক্ত হওয়ার চেষ্টা করছেনা কেন..? কি এমন কারণ থাকতে পারে এর পেছনে..? ঘটনাটা বেশ চিন্তায় ফেলে দিয়েছে লোকটাকে।কিছ দূর যাওয়ার পর একজন জ্ঞানী লোকের সাথে দেখা হলো তার । লোকটি জ্ঞানী লোক কে প্রশ্ন করল হাতিটা স্থির দাঁড়িয়ে আছে কেন?

কেন সে দড়ি ছিঁড়ে মুক্ত হওয়ার চেষ্টা করছেনা...? অনেক আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো লোকটা। জ্ঞনীলোকটা প্রশ্ন শুনে হেঁসে উঠলো।  বললো "হাতিটা যখন অনেক ছোট ছিল, তখন এরকমই একটা চিকন দড়ি দিয়ে বেঁধে রাখা হতো তাকে। তখন বাচ্চা হাতিটাকে বেঁধে রাখার জন্য এই ছোট দড়িটাই যথেষ্ট ছিল। তাই চেষ্টা করার পরও দড়ি ছিঁড়ে সে মুক্ত হতে পারেনি। এরপর সে বিশ্বাস করা আরম্ভ করলো তার পক্ষে এই দড়ি ছিঁড়ে মুক্ত হওয়া সম্ভব না। বয়স বাড়ার সাথে

সাথে হাতিটা অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু
 সেই বিশ্বাস এখনও আছে। সে এখনও ভাবে তার পক্ষে এই দড়ি ছিঁড়ে মুক্ত হওয়া সম্ভব না। তাই সে দড়ি ছিঁড়ে মুক্ত হওয়ার কোন চেষ্টাই করেনি। "

কথাটি শুনে লোকটা অভিভূত হয়ে গেল...! নিজেকে মুক্ত করার সুযোগ থাকার পরও হাতিটা যেখানে ছিল সেখানেই স্থির হয়ে আছে কারণ সে ভাবে তার পক্ষে মুক্ত হওয়া সম্ভব  না..!  সে আর চেষ্টাই করে দেখেনি....!

মূল কথাঃ-

কোন কাজে দুই একবার ব্যর্থ হয়েছি বলে আমাদের অনেকে এই হাতিটার মতো “পারবনা” ভেবে জীবনকে এক জায়গাতে ঝুলিয়ে রেখেছি...? কখন অামরা ভাবছি আমি অকর্মা বা অক্ষম...! আমার পক্ষে কিছু করা সম্ভব না....? জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে নিজেকে চিনতে পারা। অাত্তশক্তী কখনো ফুরিয়ে যায়না। ব্যর্থতা শিক্ষার একটা অংশ, ব্যর্থ হয়েছি বলে কখনই চেষ্টা করা ছেড়ে দেওয়া উচিত না।

 বিঃদ্রঃ অাপনার জীবন পাল্টাতে অাপনি যথেষ্ট।

blogger_monju

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

সিরকা বা ভিনেগার কি.. এর উপকারিতা কি...?

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!