চর্মরোগ বা চুলকানি খোস পাঁচড়ায় করনীয় কি...?

 অত্যন্ত ছোঁয়াচে একটি রোগের  নাম স্ক্যাবিস বা খোস পাঁচড়া, যা সারকটিস স্ক্যাবি নামক ক্ষুদ্র মাইট দ্বারা হয়। মাইট উকুনের মতো ছোট জীবাণু। এটি কোন যৌনরোগ নয়। যেহেতু রোগটি রোগটি ছোয়াচে, সেহেতু খুব সহজেই পরিবারের অন্য সদস্যরা অাক্রান্ত  হয়।  সাধারনত একই  বিছানায় শোয়া বা  ঘনিষ্ঠ  সাহচর্যে থাকলে, অথবা একই    কাপড় -চোপড় ব্যবহার করলে রোগটি ছড়িয়ে পড়ে।

চেনা যায় যেভাবেঃ ত্বকের ওপর অনেক সোজা অথবা "ঝ" অাকারের কালো সুতার মতো ছোট ছোট রেখা দেখতে পাওয়া যায়, এটাকে বার বলে। এ রেখার শেষভাগে ছোট দানা অথবা পানিযুক্ত ছোট  দানা থাকে।  এ দানাগুলোই মাইটদের অাবাসস্থল। এখানে ডিম পাড়ে।



উপসর্গঃ এ রোগের বিশেষ এবং প্রধান উপসর্গ হলো সারা শরীর চুলকানো। এ চুলকানি  বিশেষত রাতের বেলায় বেশি হয়। রাতের বেলা বিছানার গরমের জন্য মাইটগুল চামড়ার নিচে চলাচল করতে শুরু করে,ফলে রাতের বেলায় বেশি চুলকানি অনুভূত হয়।




প্রতিকারঃ পরিস্কার-পরিচ্ছন্ন থাকা ও অাক্রান্ত ব্যক্তির সংস্পর্শ পরিহার করা। কাপর-চোপর, বিছানা তোশক রোদে দিতে  হবে।  এক কথায় মনে রাখুন যে  অাপনাকে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।



     ডা.দিদারুল অাহসান
 চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ
   অাল-রাজী হাসপাতাল,
           ফার্মগেট,
                ঢাকা









মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Mia Khalifa adult film star.....

সিরকা বা ভিনেগার কি.. এর উপকারিতা কি...?