sex বা কাম শক্তি অথবা যৌন শক্তি বাড়ানোর উপায় কি?

👍হাঁসের ডিম🐓সপ্তাহে অন্তত্য ৬ দিন ১ টি করে ডিম সিদ্ধ করে খান। এতে আপনার যৌন দুর্বলতার সমাধান হবে ।
👍খাঁটি মধু 🐓খেতে পারেন। যৌন দুর্বলতার সমাধান করতে প্রতি সপ্তাহে অন্তত্য ৩/৪ দিন ১ গ্লাস গরম পানিতে ১ চামচ খাঁটি মধু মিশিয়ে পান করুন অথবা অার ভাল ফল পেতে দুই চামচ খাঁটি মধু সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানের অাগে দুই চামচ মধু খেলে খুব ভাল হয় এটি পরিক্ষিত  খাঁটি মধু না পেলে "ডাবর " এর মধু খেতে পারেন এটি দোকানে পাবেন একটান এক মাস চলবে।একটি কথা মধু কখন ফ্রিজে রাখবেন না এতে মধুর গুনাগুন নষ্ট হয়।
👍খাঁটি দুধ🐓যৌন দুর্বলতার সমাধান করতে প্রতিদিন দুধ পান করুন।দুধ একটি আদর্শ সুষম খাবার। বিশেষ করে ছাগলের দুধ।কারণ ছাগলের দুধ বেশি উপকারী।
👍হোমিও ঔষধ 🐓
খেতে পারেন।যদি বেশি প্ররিশ্রম করে থাকেন তবে হোমিওপ্যাথিক Ginseng-Q (দশ ফোঁটা আধা কাপ পানিতে মিশিয়ে দিনে ২ বার খান )। এতে কোন পার্শপ্রতিক্রিয়া নেই।
👍ইসুব গুলের ভুষি 🐓যৌন দুর্বলতার সমাধান করতে সাহায্য করে থাকে।প্রতিদিন সকালে ১ চামচ ইসব গুলের ভুষি মিশ্রিত পানি পান করুন।আগের দিন রাতে এটা ভিজিয়ে রাখতে পারেন।এটা সেক্স এ অনীহা দূর করবে।
চিনাবাদাম🐓শক্তি বরধক মহা ঔষধ  চিনাবাদাম অাপনার যৌন দুর্বলতার সমাধানে সাহায্য করবে দৈনিক খাবার তালিকায় ৫০ গ্রাম চিনাবাদাম রাখুন এবং হয়ে উঠুন একজন সেক্সুয়াল মানুষ।
👍সঠিক ও পর্যাপ্ত পরিমানে ঘুমান🐓প্রতিদিন ৬-৮ ঘন্টা ঘুম মানুষের সুস্থতার জন্য জরুরি।এটি আপানার শরির সুস্থ রাখার পাশাপশি যৌন দুর্বলতার সমাধান করতে ও যৌন ক্ষমতা বাড়াবে✋

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Mia Khalifa adult film star.....

Jarda Recipe