গাঁজা এবার ক্যান্সারের কোষ নষ্ট করতে এবং মস্তিষ্কের টিয়মারে উপকারি....!


গাঁজা নিয়ে নতুন নতুন তথ্য নেট দুনিয়ায় নতুন নয়। এমনি কিছু তথ্য হয়তো অবাক লাকতে পারে অাপনার চলুন দেখা যাক গাঁজার উপকারিতা কি..........?
গাঁজা নিয়ে গবেষণাকারী মার্কিন প্রতিষ্ঠান ‘ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ এ্যাবিউসে’র এক গবেষণায় দেখা গেছে, ক্যানসারের ঔষধ লুকিয়ে আছে গাঁজায়। ক্যান্সারের কোষ নষ্ট হতে ও মস্তিষ্কের টিউমার সারতে পারে গাঁজা সেবনে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন প্রাণির ওপর পরীক্ষামূলকভাবে গাঁজার ব্যবহার করে দেখা গেছে, এটি কয়েকটি বিশেষ ধরনের ক্যানসারের কোষ নষ্ট করে দেয়। ক্যানসারের কোষের আকৃতিও কমিয়ে আনে। গাঁজা গাছের নির্যাস মস্তিষ্কের টিউমারের আকার ছোট করে দেয়। টিউমারকে বাড়তে দেয় না। ইঁদুরের ওপর এই নির্যাস ব্যবহার করে প্রমাণিত হয়েছে, ক্যানসারের কোষ নিকেশ করে দেয় গাঁজা।

যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে গাঁজার ওপর সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও বেশির ভাগ দেশেই গাঁজাকে মাদক হিসেবে বেআইনি ঘোষণা করা হয়েছে। তবে ক্যানসারের চিকিৎসায় গাঁজার এমন সাফল্যে বিজ্ঞানীরা বেশ উৎসাহিত। গাঁজা গাছের নির্যাস থেকে ক্যানসারের ওষুধ তৈরি করে তা ব্যবহার করার পরীক্ষা-নিরীক্ষাও শুরু হয়ে গেছে জোর কদমে। এবার দেখা জাবে গাঁজার চাষ নিয়ে বিশ্বদরবারে নতুনভাবে মতামতের কথাকলি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Mia Khalifa adult film star.....

Jarda Recipe