যৌনশক্তির জন্য ঔষধ কি ভাল...?
যৌনতা বিষয় অামাদের সমাজ অাজও অনেকাংশে পিছিয়ে। বাংলাদেশের সকল পাঠ্যবিষয় Sex বা যৌনতা বিষয় না থাকার ফলে এর প্রতি অামরা অনেক প্রকার ভুল জ্ঞান কে পুঁজি করে সমাজে হারবাল,
কবিরাজি, হমিওপতি, চিকিৎসা করাহয়ে থাকে যার ৯০% ভুল।
নতুন দাম্পত্য জীবনের জন্য যৌনবিষয়ক জ্ঞান রাখা সব নারী-পুরুষের একান্ত প্রয়োজন বলে মনেকরি।
তবে যৌনতাকে এরিয়ে চলার মানে সুন্দর জীবন না, কারণ সামান্য ভুলের মাসুল গুনতে হতে পারে সারাজীবন ধরে। যেসব পুরুষ বা নারী শখের বশে বা নিয়মিত সহবাসের আগে যৌন উত্তেজক ঔষধ যেমন ইয়াবা, ভায়াগ্রা বা অন্য কোনো
হারবাল ঔষধ ট্যাবলেট সেবন করেন, তাদের জন্য এ ঔষধগুলোই এক সময় দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে মানব সম্প্রদায়ের যৌনতার ইতিহাসে জৈবিক তেমন কোন পরিবর্তন না আসলেও সামাজিক প্রতিবেশ যৌনতার ইতিহাসকে ক্রমশ পরিবর্তিত ফরমে নিয়ে এসেছে এবং ভবিষ্যতেও নিয়ে যাবে। বানর, শিম্পাঞ্জি বা একই পর্বের অন্যান্য প্রাণিদের যৌন-আচরণ পুরোপুরি জৈবিক ও একই রকম থাকলেও শুধুমাত্র মানুষের ক্ষেত্রে কয়েক লক্ষ বছরে কয়েক লক্ষ রকমের পরিবর্তন এসেছে। কারণ হিসেবে দেখা দিতে পারে। ঔষধ ধ্বজভঙ্গ রোগের দিকে ঠেলে তো দেয়ই, কিছু ক্ষেত্রে মৃত্যুর দিকেও ঠেলে দেয় অাপনাকে। অামাদের দেশে অনেক তরুন অথবা তরুনী
Sex বা যৌনতা, অারও
কামশক্তি বৃদ্ধিকরতে
ঔষধ খেয়ে থাকেন।
অামাদের অনেকেরই হয়তো অজানা, যৌনশক্তি বাড়াতে কোনো ঔষুধ সেবনের প্রয়োজন নেই। ক্ষেত্রবিশেষে চিকিৎসকরা কিছুদিন ঔষুধ সেবনের জন্য উপদেশ দিয়ে থাকেন। গবেষণায় দেখা গেছে, পুরুষরা পুষ্টিকর খাদ্য খাওয়ার মাধ্যমেই যৌনশক্তি পেয়ে থাকেন। এ সবের মধ্যে মধু, খাঁটি দুধ ও ডিমের ভূমিকা অতিগুরুত্বপূর্ণ। ডিমের ক্ষেত্রে হাঁসের ডিম এবং দুধের ক্ষেত্রে ছাগলের দুধ সবথেকে প্রাধান্য দিতে পারেন।
। যারা নিয়মিত যৌন উত্তেজক বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকেন, তারা ক্রমে এসবের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন। পরিণামে কোনো কোনো পুরুষ পুরোপুরি যৌনক্ষমতায় অক্ষম হয়ে পড়েন। একটা সময় পরে ওই ঔষধ গুলো শরীরে আর কাজ করে না। একই সঙ্গে অনেকের অভ্যন্তরীণ অঙ্গগুলো বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়। অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে, এগুলোর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ায় পুরুষের যৌনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে। তাই ইয়াবা, যৌন উত্তেজক বিভিন্ন ধরনের ঔষধ সেবন আজই বন্ধ করে সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করুন।
মানব সম্প্রদায়ের যৌনতা অাজ ইতিহাসে তেমন কোন পরিবর্তন না আসলেও সামাজিক ক্ষেত্রে ইতিহাসকে ক্রমশ পরিবর্তিত ফরমে নিয়ে এসেছে এবং ভবিষ্যতেও নিয়ে যাবে। মানুষ অন্যান্য প্রাণিদের যৌন-আচরণ পুরোপুরি জৈবিক ও একই রকম থাকলেও শুধুমাত্র মানুষের ক্ষেত্রে কয়েক লক্ষ বছরে কয়েক লক্ষ রকমের পরিবর্তন এসেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন