জন্ম নিয়ন্ত্রন করবে মোবাইল এ্যাপ...!








মার্কিন সংস্কারক মার্গারেট সেনগার ১৯১৪ সালে দ্যা ওমেন রেবেল নামক একটি আট পৃষ্ঠার মাসিক পত্রিকা চালু করেন এবং এর মাধ্যমে জন্ম নিয়ন্ত্রনের প্রসার শুরু করেন। ইংরেজি 'বার্থ কন্ট্রোল' শব্দটিও তিনিই প্রচলন করেন। ১৯৬০ এর দশকে জন্ম নিয়ন্ত্রক বড়ি ও জরাযুস্থ গর্ভ-নিরোধক কলের বানিজ্যিক উত্পাদন শুরু হলে সাধারণ জনগনের মধ্যে এটি কার্যকর বিস্তার লাভ করে।


এবার অবাক  হওয়ার মত খবর হলেও সত্য।প্রাচিন কালথেকে মানুষ জন্ম নিয়ন্ত্রণ রোধে বিভিন্ন  পন্থা ব্যাবহার করলেও এখন এ্যাপ জন্মনিরোধ করবে তা কল্পনার বিষয় অার এমন খবর গুজব নয় সত্য।
অামাদের সমাজে  রয়েছে বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা।


উন্নয়নশীল দেশে প্রায় ২২২ মিলিয়ন নারী গর্ভাবস্থা এড়াতে কোনো আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে না। উন্নয়নশীল দেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে ৪০% প্রসবকালীন মৃত্যু হ্রাস পেয়েছে (প্রায় ২৭০.০০০ মৃত্যু ২০০৮ সালে প্রতিরোধকারী) এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সম্পূর্ণ চাহিদা পূরণ করা হলে প্রায় ৭০% মৃত্যু প্রতিরোধ করতে পারে সক্ষম হবে। গর্ভধারণের মধ্যে সময় দীর্ঘায়ীত দ্বারা, জন্ম নিয়ন্ত্রণ বয়স্ক মহিলাদের প্রসবের ফলাফলের এবং তাদের শিশুদের বেঁচে থাকার সম্ভাবনা উন্নত করতে পারে। উন্নয়নশীল বিশ্বে, জন্ম নিয়ন্ত্রণ, নারীদের উপার্জন, সম্পদ, ওজন, এবং তাদের শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য এসবের উন্নয়নে ভূমিকা রাখে।জন্ম নিয়ন্ত্রণের কারণে নির্ভরশীল সন্তানের হার, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, এবং সম্পদের কম খরচের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পায়।












জন্মনিয়ন্ত্রণ মোবাইল এ্যাপ  এবার এর সঙ্গে যুক্তহল !
লাইভ সায়েন্সের এক খবরের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) সম্প্রতি এমনই একটি অ্যাপের অনুমোদন দিয়েছে। অ্যাপটির নাম, ‘ন্যাচারাল সাইকেলস’ ।
মূলত এই অ্যাপ জানিয়ে দেবে  অাপনার মাসের কোন কোন দিনগুলোতে ব্যবহারকারীর গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি। ওই দিনগুলোতে  ব্যবহারকারীকে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে বা জন্মনিয়ন্ত্রক পদ্ধতি ব্যবহার করতে হবে।
এই অ্যাপ ব্যবহারের জন্য প্রতিদিন সকালে থার্মোমিটার দিয়ে মহিলাদের শরীরের তাপমাত্রা মাপতে হবে এবং সেই তাপমাত্রা ওই অ্যাপে লিখতে হবে ।
তবে এফডিএর কর্মকর্তা ড. টেরি কর্নেলিসন জানিয়েছেন, জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতিই নিখুঁত নয়। তাই অ্যাপটি সঠিক নিয়ম মেনে ব্যবহার করলেও গর্ভধারণের সম্ভাবনা থাকতে পারে।
‘ন্যাচারাল সাইকেলস’ অ্যাপটি ২০ থেকে ৪০ বছর বয়সী মহিলাদের ব্যবহার উপযোগী।  যারা হরমোনাল বার্থ কন্ট্রোল ব্যবহার করছেন বা যাদের গর্ভধারণ করলে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে, তাদের এই অ্যাপ ব্যবহারে নিষেধ করা হয়েছে। নেট দুনিয়াময় এখন হৈচৈ চলছে এ এ্যাপ নিয়ে, অার সবার এখন অাগ্রহ অনাগ্রহ নতুন এ এ্যাপ কি সত্যি পারবে জন্মনিয়ন্ত্রণ  এ ব্যাপারে কতটা কাজদেখা  এখন মাত্র সময়ের ব্যাপার মাত্র।







জন্ম বা গর্ভ ব্যাহত করার উপায়গুলোকে মূলত তিন ভাগে বিভক্ত করা যায়। যথা- শুক্রানু ও ডিম্বানুর মিলন ব্যাহত করা, ভ্রুণ সঞ্চারণ ব্যাহত করা এবং ঔষধ অথবা অস্ত্রপচারের মাধ্যমে ভ্রুণ অপসারণ করা। ধারণা করা হয় যে, যৌন মিলন ও গর্ভ ধরণের সরাসরি সংযোগ উপলব্ধির পরই জন্ম নিয়ন্ত্রনের আবিষ্কার হয়। প্রাচীনকালে বিঘ্নিত যৌন মিলন ও বিবিধ প্রকার প্রাকৃতিক ঔষধি (যা গর্ভনিরোধক হিসেবে প্রচলিত ছিল) সেবনের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রনের প্রচেষ্টা করা হত। মিশরীয় সভ্যতায় সর্বপ্রথম গর্ভনিরোধক ব্যবহারের উল্লেখ পাওয়া যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?