চালতা এর গুনাগুন কি...?





চালতা অামাদের বাংলাদেশের অতি পরিচিত  সহজ-লভ্য এবং দামে সস্তা একটি প্রাম-বাংলার ফল।
চালতায় আছে ক্যালসিয়াম, শর্করা, আমিষের মতো প্রয়োজনীয় উপাদান। এ ছাড়াও আছে বিটা ক্যারোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, থায়ামিন ও রিবোফ্লাবিন। তাই চালতা শরীরে যেমন রোগ প্রতিরোধ করতে সহায়তা করে, তেমনি পুষ্টি পূরণেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আসুন, জেনে নেয়া যাক চালতার বিভিন্ন পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে -
চালতা হার্ট ও লিভারের টনিক হিসেবে কাজ করে।
ডায়াবেটিস প্রতিরোধ ক্ষমতাও রয়েছে।
চালতা ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ও ভিটামিন 'এ', 'বি' ও 'সি'র ভালো উৎস।
চালতা যেকোনো ধরনের বদহজমজনিত সমস্যার জন্য ভালো।
চালতা অন্ত্রের সংক্রমণ, অর্শরোগ, কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া নিরাময়ে সাহায্য করে।
ভিটামিন 'এ' ও 'সি' পূর্ণ একটি ফল। তাই এটি স্কার্ভি ও লিভারের সমস্যার জন্য ব্যবহার করা হয়।
কিডনি আক্রান্ত রোগীরা নিয়মিত চালতা খেলে উপকার পাবেন।











চালতার বিভিন্ন পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে –

* কফ ও সর্দি-গাছের শুকনো ছালের গুঁড়ো এক গ্রাম, চিনি অথবা মিছরি গুঁড়ো এক চামচ, আধ কাপ সামান্য গরম জলে মিশিয়ে দিনে একবার খেলে সর্দি ও কফ নিরাময় হয়।
* ঠান্ডা লেগে জ্বর–পাকা ফলের রস ৩০ মিলিমিটার, চিনি তিন চামচ, পানি ৭০ মিলিমিটার এই তিনটি একসঙ্গে মিশিয়ে দিন একবার খেলে জ্বরের প্রকোপ নষ্ট হয়।
* বাত রোগে-কচি ছোট ফল বেটে ৩০ গ্রাম এক গ্লাস ঠান্ড পানির সাথে মিশিয়ে খেলে বাতে উপকার হয়।
* রক্ত আমাশয়-গাছের কচি টাটকা পাতা বেটে তার রস ২০ মিলিলিটার এর কাপ ঠান্ড জলে মিশিয়ে দিনে দুবার খেলে রোগের উপশম হয়।
* চালতা হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। ডায়রিয়া ও বদহজমে চালতা খান, দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
* অন্ত্রে বাসা বাঁধা কৃমির বিরুদ্ধে লড়ার এক অসাধারণ ক্ষমতা আছে চালতার।
* পাকস্থলীতে যাদের আলসার আছে, তাদের জন্য দাওয়াই হতে পারে চালতা।
* স্কার্ভি(ভিটামিন সি এর অভাবজনিত একটি রোগ) থেকে সুরক্ষা পেতেও চালতা খেতে পারেন।
* কুসুম গরম পানিতে চালতার রস আর একটু চিনি মিশিয়ে খেয়ে নিন, এটি রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করবে।
* গলা ব্যথা, বুকে কফ জমা, সর্দি প্রতিরোধে চালতার আছে এক অনন্য গুণ।
* হৃদযন্ত্র এবং যকৃৎ ভালো রাখার প্রয়োজনীয় সব উপাদান আছে চালতায়।
* এই ফল হাড়ের সংযোগস্থলের ব্যথা কমাতেও খেতে পারেন।
* কানের যেকোনো সমস্যায়ও চালতা খেতে পারেন।
* নিয়মিত চালতা খেলে কিডনি যেমন ভালো থাকে, তেমনি কিডনির রোগগুলোও থাকে দূরে।









এক কথায় দেশি সহও-লভ্য অসাধারন স্বাস্থ্যকর ফল চালতা।অাজ হয়তো শহরের অনেকেই প্রয় ভুলতে বসেছে চালতার মত অনেক দেশি ফলের নাম  ও নানা স্বাস্থ্যকর গুনাগুন। অামদের উচিৎ এ-সকল দেশিও ফলের ব্যবহারিক ও স্বাস্থ্যকর দিক নিয়ে অনেক গবেষণা করা অার এর ফলেই সোনার বাংলা সফল হবে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার