শ্বেতীরোগ ও চিকিৎসা...




শ্বেতীরোগ নিয়ে অামাদের সমাজে অনেক কুসংস্কার ও বিভ্রান্তি রয়েছে।অাসলে যে কয়টি রোগের কারনে ত্বক সাদা হয়ে যায়,শ্বাতী রোগ তার মধ্যে অন্যতম। অনেকে মনে করেন, কেবল অভিশপ্ত মানুষেরই এ রোগ হয় থাকে। অাসলে কথাটি ঠিক নয়। অার দশটি রোগের মতো এটিও একটি রোগ। চামড়ায় মেলানোসাইট নামক যে কোষগুল থাকে  সে গুলোর ধ্বংস হয়ে গেলেই এ রোগ দেখা দেয়। বাচ্চা থেকে বৃদ্ধ যে কোন বয়সেই শ্বেতীরোগ হতেপারে।



চিকিৎসাঃএ রোগের চিকিৎসা দীর্ঘদিন চালাতে হয়।  তবে ফলাফল কতখানি অাসবে তা মেলানোসাইট পুরো মাত্রায় ধ্বংস হয়ে গেছে কিনা তার ওপর নির্ভর করে।দেখা গেছে ১৫-২৫ ভাগ ক্ষেত্রে কোনোরকম চিকিৎসা ছাড়াই নিজ থেকে চামড়া কালো রঙের হতে থাকে। পুভা থেরাপিতে বেশ ভালো ফলাফল লক্ষ করা গেছে।অনেকের মতে, এ পদ্ধতিতে ৫০-৭০ ভাগ ক্ষেত্রে কমবেশি সফলতা অাসে। রোগিকে চিকিৎসার পাশাপাশি সূর্যের অালোতে যেতে বারন করতে হবে। এ ছাড়া রোগীকে নিশ্চিত করতে হবে যে,এটা ক্যান্সারের পূর্ব অালামত নয়, কুষ্ঠ রোগও নয়।

ডা.দিদারুল অাহসান
ত্বক ও যৌনরোগ বিশেষজ্ঞ
অাল-রাজী হাসপাতাল,ফার্মগেট, ঢাকা।ব্

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?