নেশা স্যানিটারিন্যাপকিন দিয়ে



স্যানিটারি ন্যাপকিন দিয়ে নেশা...





স্যানিটারি ন্যাপকিনকে নেশার জন্য ব্যবহার করায় ইন্দোনেশিয়ার বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির তরুণদের মধ্যে নতুন এ নেশার আসক্তি আশঙ্কাজনক হারে বেড়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
দেশটির সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, স্যানিটারি ন্যাপকিন পানিতে সিদ্ধ করে পানিটুকু নেশা হিসেবে পান করছেন আসক্তরা। স্যানিটারি ন্যাপকিন দেশটির বাজারে সহজলভ্য ও বৈধ হিসেবে বিক্রি হয় বলে সহজেই আসক্তদের নাগালে চলে যাচ্ছে বলেও জানানো হয় ওই প্রতিবেদনে।
ইন্দোনেশিয়ার ন্যাশানাল ড্রাগ এজেন্সির (বিএনএন) প্রতিবেদনে বলা হয়েছে, স্যানিটারি প্যাডের মধ্যে ক্লোরিন থাকে, যেটি মানবদেহে এক প্রকার হ্যালুসিয়েশন এবং তীব্র নেশার অনুভূতি জাগায়। এছাড়া মানবদেহের জন্য এটি অত্যন্ত ক্ষতিকারক বলে জানানো হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Mia Khalifa adult film star.....

Jarda Recipe