চিন ইসলাম ধর্মকে কি চোখে দেখছে....!



ইসলাম ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নামগুলি যে সমস্ত চিনা মুসলিম শিশুদের থাকবে, তারা চিনের কোনও পাবলিক স্কুলে ভর্তি হতে পারবে না। তারা পাবে না বাড়ির রেজিস্ট্রেশন, এছাড়াও যেকোনও রকমের সামাজিক পরিষেবা থেকে বঞ্চিত থাকবে তারা। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শুধু নামকরণই নয়, এর আগে চিনে রমজান ও রোজা পালনকেও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়।




চিনের সরকার সূত্রে জানানো হয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় তারা এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। এদিকে, চিনের মানবাধিকার কমিশন এই ঘটনার তীব্র বিরোধিতা করেছে। এভাবে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ মানবাধিকার লঙ্ঘনের সামিল বলেও তারা জানিয়েছে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?