জুতার ফিতা এবার জুতা নিজেই বাঁধতে পারবে....
নিজে নিজে ফিতে বাঁধতে পারবে নাইকির নতুন স্মার্ট জুতা!
স্পোর্টস ফ্যাশন পণ্য নির্মাতা নাইকি এবার স্বয়ংক্রিয় স্মার্ট জুতা বাজারে ছেড়েছে যেটি নিজেই নিজেই পায়ের মাপ অনুযায়ী ফিতে বাঁধতে পারবে।
ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল জানায়, 'নাইকি অ্যাডাপ্ট বিবি' মডেলের জুতাগুলো বাস্কেটবল খেলোয়াড়দের জন্য তৈরি। এগুলোর ফিতা জুতায় লাগানো বোতাম টিপে বা স্মার্টফোনের মাধ্যমে আঁটসাঁট বা ঢিলে করা যায়।
বাস্কেটবল খেলার সময় পায়ের পাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন রক্ত সরবরাহের চাহিদা থাকে। কিন্তু জুতার চাপের কারণে সেটা বিঘ্নিত হতে পারে। এ কারণে বার বার জুতা খুলতে-বাঁধতে হয়। কিন্তু এই স্মার্টফোনের অ্যাপ বা জুতায় থাকা বাটনের সাহায্যে খুব সহজে জুতাগুলো প্রয়োজন মতো ঢিলে বা টাইট করা যায়।
মার্কিন বাস্কেটবল খেলোয়াড় জেসন ট্যাটাম বলেন, অ্যাপের মাধ্যমে জুতাটা পরা যায়। বোতাম টিপলেই বদলে যায় এর রঙ, একইসঙ্গে জুতায় কতটা চার্জ আছে তাও দেখা যায়।
জুতাগুলোতে নিয়মিত চার্জ দিতে হবে। প্রতি জোড়া জুতার সঙ্গে থাকবে রিচার্জিং ম্যাট।নিজে নিজে ফিতে বাঁধতে পারে এমন জুতা নাইকি প্রথম নিয়ে এসছিল ২০১৬ সালে।নাইকির কর্মকর্তা মাইকেল মার্টিন বলেন, এটা পরলে মনে হবে পায়ের সঙ্গে দু'টো স্মার্ট ফোন বেঁধে রেখেছেন।আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে ৩৫০ ডলার মুল্যে বিক্রি শুরু হবে এই জুতা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন