টি ব্যাগের উদ্ভব মজার কাহিনী...!
পুরাতন টি ব্যাগের নমুনা
আজকাল টি ব্যাগের ব্যাপক প্রচলন হয়েছে। এই টি ব্যাগের উদ্ভব নিয়েও আছে একটি মজার ঘটনা। ১৯০৮ সালের কথা, নিউ ইয়র্কের চা ব্যবসায়ী থমাস সুলিভ্যান ছোট ছোট সিল্কের কাপড়ে তৈরী পুঁটুলিতে করে চায়ের নমুনা তাঁর কোনো এক ক্রেতার কাছে পাঠান। ক্রেতা ভদ্রলোক চা সমেত ওই সিল্কের পুঁটুলি গরম পানিতে দিয়ে চা বানানোর চেষ্টা করেন। এই শুনে সুলিভ্যান সাহেবের মাথায় চলে আসে টি ব্যাগের ধারণা।
নতুন বা বর্তমান সময় প্রচলিত টি ব্যাগ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন