নীল চা উপকারিতা গুনাগুন কি....!











বিশেষজ্ঞরা বলেন, নীল চা বেশ উপকারী। এই চায়ের সঙ্গে হালকা লেবুর মিশ্রণে এর পিএইচ-এ পরিবর্তন আসে। ফলে এটি নীল থেকে রক্তবর্ণ ধারণ করে।






সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মুটিয়ে যাওয়ার সমস্যা থেকে বাঁচতে নীল চা খুবই কার্যকর। এছাড়া মুটিয়ে যাওয়ার কারণে যকৃতের যেসব সমস্যা দেখা দেয় সেগুলো প্রতিরোধে এই চা খেলে উপকার পাওয়া যায়।







নীল চায়ে থিয়ানাইন থাকায় নিয়মিত এই চা খেলে শরীরে মেটাবোলিজম বৃদ্ধি পায়। দিনে অন্তত দুইবার এই চা খেলে শরীরে হেপাটিক মেটাবোলিজম বৃদ্ধি পায় ও কোলেস্টরেল কমে যায়।








সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?