মায়ের আশীর্বাদের জন্য......!



নাম তার খানিত্থা ফাসেয়াং (১৭)। তিনি ছোটবেলা থেকেই দেখেছেন মাকে অসম্ভব পরিশ্রম করে তাঁকে বড় করে তুলতে। একলা হাতে সংসারের সব দুঃখ-কষ্টকে সরিয়ে তাঁর মুখে হাসি ফুটিয়েছেন মা। আর তার প্রতিদান হিসাবে 'মিস থাইল্যান্ড' খেতাব জিতে মাকে পুরস্কৃত করলেন তিনি।
এশীয়দের কাছে সবচেয়ে বেশি সম্মানের হল পায়ে হাত দিয়ে প্রণাম করা। আর খেতাব জিতে ঝলমলে সেই পোশাকেই হাজারো ক্যামেরার ঝলকানির মাঝে মায়ের পা ছুঁয়ে তিন যখন প্রণাম সারলেন তখন সকলে প্রায় হতবাক।
প্রতিযোগিতা জিতে মায়ের সঙ্গে খানিত্থা ফাসেয়াং 'মিস আনসেনসরড নিউজ থাইল্যান্ড, ২০১৫' খেতাব জিতেছেন খানিত্থা। এরপরই চলে এসেছেন সোজা মায়ের কাছে যিনি আদতে কাগজকুড়োনি। নিজের হাতে ময়লা কুড়িয়ে সেই বর্জ্য পুনর্ব্যবহার করেন তিনি।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগে এই কাজে বহুবার মাকে সাহায্য করেছেন খানিত্থা। তাঁর মতে, আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন তা সম্ভব হয়েছে মায়ের জন্যই। হঠাৎ করেই একদিন থাইল্যান্ডের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ এসে যায় খানিত্থার কাছে। আর তারপর যা হল তা স্বপ্নেও ভাবেননি তিনি। তাঁর মতে, এসবই সম্ভব হয়েছে মায়ের আশীর্বাদের জন্য। ঘটনাটি দেখার পর অামার চোখে পানি চলেঅাসে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার