মানবতার কাছে প্রশ্ন...?








নীচু জাতের হিন্দু হওয়ায় অন্যরা তাকে সাহায্য করতে রাজি হয়নি। কেউ হাত বাড়িয়ে দেয়নি বিপদের সময়েও। তাই শেষ পর্যন্ত মায়ের লাশ সাইকেলে বেঁধে হাটতে শুরু করে সরোজ নামের ১৭ বছরের কিশোর।

দরিদ্র কৃষক সরোজের গন্তব্য শ্মশান। সাইকেলের ক্যারিয়ারে মায়ের লাশ বেঁধে এগিয়ে চললেন পথ দিয়ে। পথে অনেকেই তাকে দেখেছেন। কেউ সাহায্য না করলেও অনেকে তাকে প্রশ্ন করেন, ‘লাশটি কার?’ সরোজ কেবল অস্ফুটে উত্তর দিয়েছে, ‘মা’র।

সূত্র: কোলকাতা২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সিরকা বা ভিনেগার কি.. এর উপকারিতা কি...?

ওবায়দুল কাদেরএর জীবনী

কাশা, পিতল, তামা বাংলাদেশের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে....!